‘এত কীসের অহংকার’, ভিডিয়ো ভাইরাল হতেই ব্যাপক ট্রোলড রুবিনা
বিগবসে জয়ী হয়েই নাকি অ্যাটিটিউড বেড়ে গিয়েছে তাঁর, এমনটাই অভিযোগ নেটিজেনদের একাংশের।
সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হলেন বিগবস বিজয়ী অভিনেত্রী রুবিনা দিলায়েক। বিগবসে জয়ী হয়েই নাকি অ্যাটিটিউড বেড়ে গিয়েছে তাঁর, এমনটাই অভিযোগ নেটিজেনদের একাংশের। মুম্বই এয়ারপোর্টে জাম্পস্যুটে লেন্সবন্দী হন রুবিনা। মুখ ঢাকা ছিল মাস্কে। চোখে ছিল কালো সানগ্লাস। বিগবসের বাড়ি থেকে বেরিয়ে এই প্রথম বার মুম্বই বিমানবন্দরে পা রাখলেন রুবিনা। স্বভাবতই, পাপারাৎজি হাজির ছিল সেখানে। তাঁদেরই মধ্যে একজন যখন রুবিনাকে প্রশ্ন করেন, “কেমন আছেন?”
সেই ব্যক্তির দিকে একবারও না তাকিয়ে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী। ক্যামেরার দিকে এক’দু-বার হাত নাড়লেও কোনও উত্তর দেন না তিনি। এখানেই শেষ নয়, সেই ফোটোগ্রাফার যখন তাঁকে জিজ্ঞাসা করেন, কোনও কারণে রুবিনা অসন্তুষ্ট কিনা, তারও জবাব দেন না রুবিনা।
সেই ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রুবিনার উপর ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের একাংশ। এসেছে নানাবিধ কমেন্টও। কেউ লিখেছেন, বিগবসের ট্রফি হাতে পেয়েই নাকি অহংকারী হয়ে গিয়েছেন রুবিনা। আবার কারও মন্তব্য এর চেয়ে রাহুল বৈদ্য জিতলেই ভাল ছিল। প্রসঙ্গত, বিগবস ১৪-তে রাহুল দ্বিতীয় হয়েছিলেন। যদিও এত ট্রোলিংয়ের পরেও মুখ খোলেননি রুবিনা। বিগবস হাউজে বিজয়ী হয়ে ৩৬ লক্ষ টাকা ঘরে নিয়ে গিয়েছিলেন রুবিনা। জয় প্রসঙ্গে বলেছিলেন, “এ সব ভাগ্যের খেলা”।
View this post on Instagram