‘কেউ এগিয়ে আসেননি’, ওয়াজিদকে বাঁচাতে কিডনি প্রদান করেছিলেন বড় ভাইয়ের স্ত্রী লুবনা

ভাইয়ের জন্য স্ত্রীর এই ত্যাগে গর্বিত দাদা সাজিদও। জানান, স্ত্রী কিডনি দান করতে চান শুনে তিনি ভয় পেয়েছিলেন। কিন্তু আজ তিনি গর্ব অনুভব করেন। তিনি বলেন, "পয়সা-যশ সবই ছিল। কিন্তু কিডনির ম্যাচ কিছুতেই পাচ্ছিলাম না। এমন অনেক বার হয়েছে কিডনি দানের কথা বলে পয়সা নিয়ে পালিয়েও গিয়েছে। ঠিক সেই সময়েই লুবনা এসে ওর সিদ্ধান্তের কথা জানায়।"

'কেউ এগিয়ে আসেননি', ওয়াজিদকে বাঁচাতে কিডনি প্রদান করেছিলেন বড় ভাইয়ের স্ত্রী লুবনা
সাজিদ-ওয়াজিদ।
Follow Us:
| Updated on: Apr 10, 2021 | 6:02 PM

রিয়ালিটি শো’ র মঞ্চে প্রথমবার বড় তথ্য ফাঁস করলেন প্রয়াত সুরকার ওয়াজিদ খানের মা রাজিনা। জানালেন কেউ যখন এগিয়ে আসেননি তখন তাঁর বড় ছেলে সাজিদের স্ত্রী লুবনাই নিজের কিডনি দান করেছিলেন ওয়াজিদকে। ২০১৯-এ হওয়ার সেই অস্ত্রোপচারের ফলেই ভাল ছিলেন সুরকার।

মঞ্চেই কান্নায় ভেঙে পড়লেন প্রৌঢ়া। তিনি নিজে ডায়াবেটিক, তা ছাড়া বয়সজনিত কারণে ছেলেকে কিডনি দান করা সম্ভব হয়নি তাঁর পক্ষে। তাঁর কথায়, “সমস্ত আত্মীয়-পরিজন সবাইকে অনুরোধ করেছিলাম। কেউ এগিয়ে আসেননি। এমতাবস্থায় লুবনা লুকিয়ে লুকিয়ে তাঁর সমস্ত পরীক্ষা করে আসে। এই সময়ে দাঁড়িয়ে যেখানে বাবা-মা সন্তানকে কিডনি দিতে চায় না, সেখানে লুবনা রক্তের সম্পর্ক না হয়েও দু’বারের জন্য ভাবেনি।”

মঞ্চে সাজিদ, রাজিনা এবং লুবনা।

ভাইয়ের জন্য স্ত্রীর এই ত্যাগে গর্বিত দাদা সাজিদও। জানান, স্ত্রী কিডনি দান করতে চান শুনে তিনি ভয় পেয়েছিলেন। কিন্তু আজ তিনি গর্ব অনুভব করেন। তিনি বলেন, “পয়সা-যশ সবই ছিল। কিন্তু কিডনির ম্যাচ কিছুতেই পাচ্ছিলাম না। এমন অনেক বার হয়েছে কিডনি দানের কথা বলে পয়সা নিয়ে পালিয়েও গিয়েছে। ঠিক সেই সময়েই লুবনা এসে ওর সিদ্ধান্তের কথা জানায়।”

অন্যদিকে লুবনা জানান, তাঁর কী হবে না হবে এত কিছু ভাবার সময়ও ছিল আন তখন। তিনি চেয়েছিলেন ওয়াজিদ যাতে সুস্থ হয়ে যান। তাঁর কথায়, “আমি কিডনি দান করতে চাই শুনে আপসেট ছিল ওয়াজিদও। আমি ওকে বলি, ওয়াজিদ তুমি আমার খুব কাছের একজন মানুষ। ও বাক্যহারা হয়ে পড়ে।”

কিডনি প্রতিস্থাপনের পর ভালই ছিলেন ওয়াজিদ। যদিও গত বছর আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৭ বছর বয়সে মারা যান ওয়াজিদ খান।