করোনা আক্রান্ত হয়ে প্রয়াত ‘মহাভারত’-এর অভিনেতা সতীশ কউল
সূত্রের খবর, গত বছর লকডাউনের সময়ই সতীশের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে প্রতিদিনের খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়ে।
করোনা আক্রান্ত হয়ে প্রয়াত বলেন বলিউড অভিনেতা সতীশ কউল। গত শনিবার লুধিয়ানায় নিজের বাড়িতে প্রয়াত হন ৭৩ বছরের এই অভিনেতা। অত্যন্ত জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘মহাভারত’-এ দেবরাজ ইন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলেন সতীশ।
সূত্রের খবর, গত বছর লকডাউনের সময়ই সতীশের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে প্রতিদিনের খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়ে। পাঞ্জাবি এবং হিন্দি মিলিয়ে প্রায় ৩০০-র উপর ছবিতে অভিনয় করেছিলেন সতীশ।
শুধু নিজে অভিনয় করা নয়। পাশাপাশি নতুন প্রজন্মকে অভিনয় শেখানোর জন্য লুধিয়ানায় একটি অ্যাক্টিং স্কুলও খুলেছিলেন তিনি। ২০১১ থেকে সেখানে ক্লাস নিতেন। তাঁকে ইন্ডাস্ট্রি সেভাবে মনে রাখেনি, এ নিয়ে ক্ষোভ ছিল তাঁর। দর্শক ভুলে গিয়েছেন, তা নিয়েও খারাপ লাগা ছিল।
আরও পড়ুন, কেমন আছেন, নিজেই জানালেন করোনা আক্রান্ত আলিয়া
এ প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে একবার সতীশ বলেছিলেন, “আমাকে সকলে ভুলে গিয়েছেন ঠিকই। কিন্তু যে সম্মান এবং ভালবাসা এক সময় আমি পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। অভিনয়ই আমাকে বাঁচিয়ে রেখেছে। আজও যদি কেউ আমাকে অভিনয়ের জন্য ডাকেন, যে চরিত্রই হোক না কেন, আমি করব।”
সারা জীবন কাজ করেও নিজের থাকার জন্য একটি বাড়ি তৈরি করতে পারেননি সতীশ। সে নিয়ে দুঃখ ছিল। সেই স্বপ্ন আর পূরণ হল না। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।