ফের একসঙ্গে অনস্ক্রিন শাহরুখ-সলমন! কোন ছবিতে?

TV9 বাংলা ডিজিটাল: শাহরুখ খান (Shah Rukh Khan) এবং সলমন খান (Salman Khan)। দুই সুপারস্টার একসঙ্গে অনস্ক্রিন মানে দর্শকদের উৎসাহ বেড়ে যায় কয়েক গুণ। কবে সেই ছবি রিলিজ করছে, তা নিয়ে উত্তেজনার পারদ চড়তে থাকে। অতীতেও দুই তারকাকে এক স্ক্রিনে দেখেছেন দর্শক। ফের সেই সুযোগ আসতে চলেছে বলে ইন্ডাস্ট্রি সূত্রে খবর। যদিও দুই তারকার কেউই […]

ফের একসঙ্গে অনস্ক্রিন শাহরুখ-সলমন! কোন ছবিতে?
ফের কবে দেখা যাবে একসঙ্গে?
Follow Us:
| Updated on: Nov 25, 2020 | 12:23 PM

TV9 বাংলা ডিজিটাল: শাহরুখ খান (Shah Rukh Khan) এবং সলমন খান (Salman Khan)। দুই সুপারস্টার একসঙ্গে অনস্ক্রিন মানে দর্শকদের উৎসাহ বেড়ে যায় কয়েক গুণ। কবে সেই ছবি রিলিজ করছে, তা নিয়ে উত্তেজনার পারদ চড়তে থাকে। অতীতেও দুই তারকাকে এক স্ক্রিনে দেখেছেন দর্শক। ফের সেই সুযোগ আসতে চলেছে বলে ইন্ডাস্ট্রি সূত্রে খবর। যদিও দুই তারকার কেউই এ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।

শোনা যাচ্ছে দীর্ঘ বিরতির পর ‘পাঠান’ ছবিটি দিয়ে ফের অনস্ক্রিনে আসবেন শাহরুখ। ইতিমধ্যেই সে ছবির ভিলেন হিসেবে জন আব্রাহাম এবং নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোনের নাম চূড়ান্ত করেছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, সেই ছবিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ এবং সলমন থাকবেন একটি ক্যামিও চরিত্রে। এর ঠিক আগে শাহরুখের ‘জিরো’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল ভাইজানকে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, নভেম্বরের শেষে শুরু হবে ‘পাঠান’-এর শুটিং। চলবে আগামী বছরের শুরু পর্যন্ত। এর ঠিক পরেই রাজকুমার হিরানি পরিচালিত একটি ছবি রয়েছে শাহরুখের ঝুলিতে।

Shah Rukh Khan and Salman Khan

বন্ধুর ডাকে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স করতেও পিছ পা হন না কেউই।

শাহরুখের ‘ওম শান্তি ওম’ এবং ‘কুছ কুছ হোতা হ্যায়’-তে ক্যামিও করেছেন সলমন। সলমনের ‘হর দিল যো পেয়ার করেগা’ এবং ‘টিউবলাইট’-এ স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স দিয়ে সেই ঋণ শোধ করেছেন শাহরুখও। দুই তারকার রেষারেষি নিয়ে প্রচুর জল্পনা রয়েছে বলিউডে। আর হবে নাই বা কেন? দুজনেই সুপারস্টার। দিনের শেষে বক্স অফিসে কে এগিয়ে থাকেন, তা নিয়ে তো ঠাণ্ডা লড়াই থাকবেই। কিন্তু বন্ধুর ডাকে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স করতেও পিছ পা হন না কেউই। ইতিহাস অন্তত সে প্রমাণই দিচ্ছে। সিনে বিশেষজ্ঞদের মতে, এটাই পেশাদারিত্ব। যার নিক্তিতে ওজন করলে শাহরুখ-সলমন কেউই কম যান না।