অবশেষে কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন সলমন খান

কৃষক আন্দোলন নিয়ে উত্তাল দেশ। এ বার মুখ খুললেন সলমন খান।

অবশেষে কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন সলমন খান
সলমন খান
Follow Us:
| Edited By: | Updated on: Feb 05, 2021 | 1:27 PM

কৃষক আন্দোলন নিয়ে উত্তাল দেশ। উত্তেজনার আঁচ ছড়িয়েছে দেশের বাইরেও। কৃষিবিল বিরোধী আন্দোলন নিয়ে কৃষকদের সমর্থনে মুখ খুলেছেন পপস্টার রিহানা, পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ সহ আন্তর্জাতিক সেলিব্রিটিরাও। এ বার কৃষি আন্দোলন নিয়ে মুখ খুললেন স্বয়ং ভাইজান।

এক সাক্ষাৎকারে তাঁকে আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে না গিয়ে সলমন বলেন, “যা সঠিক তাই করা উচিত। সবচেয়ে বেশি যা ঠিক মনে হচ্ছে তাই করা উচিত। সবচেয়ে বেশি যা মহান মনে হচ্ছে তাই করতে হবে।” এর পরেই নেটিজেনদের একটা বড় অংশের প্রশ্ন তবে কি পরোক্ষে কৃষক আন্দোলনের পাশেই সলমন? যদিও আর এক দলের মন্তব্য ভাইজান যেহেতু পরিষ্কার করে কিছু বলেননি তাই অনুমান করা সঠিক নয়।

গ্রেটা থুনবার্গ ও রিহানার মতো সেলেবরা কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করায় অসন্তুষ্ট হয়েছিল ভারতীয় সেলেবদের একটা বড় অংশ। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছিল দেশের বাইরে থেকে অর্ধেক জেনেই তা নিয়ে মন্তব্য করছেন সুবিধেবাদী দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একটি টুইটে লেখেন, “কোনও অপপ্রচারেই ভারতীয় ঐক্য নষ্ট হবে না”। জনপ্রিয় হতে থাকে #ইন্ডিয়াটুগেদার এবং #ইন্ডিয়া এগেন্সট প্রোপাগান্ডা হ্যাশট্যাগ। অক্ষয় কুমার থেকে সচিন তেন্ডুলকর কার্যত বিদেশ মন্ত্রকের ওই বিবৃতির সমর্থন জানান তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। অক্ষয় লেখেন, “যারা বিভেদ সৃষ্টি করছে তাদের দূরে সরিয়ে দিই”। অজয় লেখেন, “মিথ্যে প্রোপাগান্ডার শিকার হবেন না।”

যদিও এর খানিক বিপরীতে গিয়ে অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা লেখেন, “ভয় পেয়েই সেলেবদের এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।” রিহানাদের সমর্থনে অভিনেত্রী তাপসী পান্নু টুইট করলে তাঁকে তুই তোকারি করে ‘মা তুলে ‘ আক্রমণ করেন কঙ্গনা রানাউত। থুনবার্গের বিরুদ্ধে দিল্লি পুলিশ দায়ের করে এফআইআর। সব মিলিয়ে ক্রমশ জটিল হয়ে ওঠে পরিবেশ। এরই মধ্যে সলমনের এই মন্তব্য কি জল গড়িয়ে দেবে আরও খানিক? তা অবশ্য বলবে সময়।