আমিরের সঙ্গে এলির অন্তরঙ্গ নাচের ভিডিয়ো ভাইরাল, কী বললেন অভিনেত্রী?
মুখ খুললেন অভিনেত্রী।
একদিকে এলি আব্রাম। অন্যদিকে মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ভাইরাল হল তাঁদের নাচের ভিডিয়ো। তা নিয়েই মুখ খুললেন অভিনেত্রী।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে বাজছে লাউড মিউজিক। চারিদিকে ডিস্কের পরিবেশ। এরই মাঝে কাছাকাছি এলি-আমির। ডান্সমুভে যেন আগুন ঝরাচ্ছেন ফ্লোরে। ভাইরাল সানি নামক এক ইনস্টা ব্যবহারকারীর প্রোফাইল থেকে করা পোস্টে জানা যাচ্ছে, ভিডিওটি আদপে একটি সিনেমার গানের দৃশ্যের। আমিরের দীর্ঘ দিনের বন্ধু আমিন হাজির প্রথম বার ছবি বানাচ্ছেন। ছবির নাম ‘কোই জানে না’। ওই ছবিতেই এক স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে দেখা যাবে আমিরকে। বিপরীতে থাকছেন এলি। সেই ছবির এক নাচের দৃশ্যের শুটে জয়পুর উড়ে গিয়েছেন আমির। আর সেই ডান্স সিকুয়েন্সই এখন ভাইরাল।
প্রথম বার আমিরের সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত এলি। ইনস্টাগ্রামে আমিরের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লেখেন, “এই রকম এক জন মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমি আশীর্বাদধন্য। ‘তুমি যা তুমি তাই’ হওয়ার জন্য ধন্যবাদ আমির খান।” ছবিতে এলি ছাড়াও আর এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা কুনাল কাপুরকে।
View this post on Instagram
আমিরও ব্যস্ত তাঁর বিগবাজেট ছবি ‘লাল সিং চাড্ডা’ নিয়ে। হলিউড অভিনেতা টম হ্যাং অভিনীত ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত এই ছবি। আমিরের বিপরীতে ওই ছবিতে দেখা যাবে করিনা কাপুরকে।
View this post on Instagram