তাঁর আসল নাম অভিষেক অমিতাভ শ্রীবাস্তব। দাদু বিখ্যাত কবি হরিবংশ রাই শ্রীবাস্তবতের থেকে তাঁর ছদ্মনাম বচ্চন ব্যবহার করতেই স্বচ্ছন্দ বোধ করতেন বলে অভিষেকের নাম বদলে রাখা হয় অভিষেক বচ্চন। আজ তাঁর জন্মদিন। জন্মদিনে জেনে নিন তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য।
ছোটবেলাতেই বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন অভিষেক। অসুখের নাম ডিসলেক্সিয়া। পড়তে পারতেন না। গুলিয়ে যেত অক্ষর। তখন তাঁর বয়স মাত্র নয়। 'তারে জমিন পর' ছবিতে ঈশান অবস্তির ঠিক যেমনটা হয়েছিল।
মেয়ে আরাধ্যাকে পাগলের মতো ভালবাসেন অভিষেক। মেয়ের ছোটবেলায় যখন কান ফোটান হয় তখন একই ব্যথা অনুভব করার জন্য কান ফোটান অভিষেকও।
শোনা যায়, ইন্ডাস্ট্রিতে আসার আগে নাকি এলআইসি এজেন্ট হয়েও কাজ করেছেন ছোটে বচ্চন।
বলিউডে গানও গেয়েছেন তিনি। ২০০৫ সালে মুক্তি প্রাপ্ত ছবি 'ব্লাফমাস্টার'-এ তাঁকে দেখা গিয়েছিল প্লে ব্যাক সিঙ্গারের ভূমিকায়।
অভিষেকের এক অদ্ভুত স্বভাব রয়েছে। তিনি ভালবাসেন বোর্ডিং পাস সংগ্রহ করতে। যেখানেই যান না কেন সেই বিমানবন্দরের বোর্ডিং পাস সংগ্রহ করে রেখে দেন তিনি।
গুরুতে একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক এবং ঐশ্বর্যাকে। মিস ওয়ার্ল্ডকে প্রেম প্রস্তাব দিতে আলাদা করে আংটি কেনেননি তিনি, গুরুতে যে আংটি ব্যবহার করা হয়েছিল তাই দিয়েই সেরে ফেলেছিলেন শুভ কাজটি।