করোনা পরিস্থিতিতে ফের ত্রাতার ভূমিকায় সলমন খান
আগের বছরের মত এবছরও ফের ত্রাতার ভূমিকায় এগিয়ে এলেন সলমন খান। ফ্রন্টলাইন কর্মীদের খাবারের প্যাকেট বিতরণ করার পরিকল্পনা নিয়েছেন তিনি।
আগের বছর এপ্রিল মাসজুড়ে গোটা দেশে চলেছিল লকডাউন। দেখতে দেখতে এক বছর কেটে গেল। দ্বিতীয় দফায় ফের করোনার ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। হু হু করে বাড়ছে করোনা-সংক্রমণ। মহারাষ্ট্রে সপ্তাহান্তিক লকডাউন শুরু হয়েছে। জারি হয়েছে কার্ফু। গোটা দেশে ফের লক ডাউনের আশঙ্কা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে ফের বিপদের মুখে সাধারণ মানুষ। আগের বছরের মত এবছরও ফের ত্রাতার ভূমিকায় এগিয়ে এলেন সলমন খান। ফ্রন্টলাইন কর্মীদের খাবারের প্যাকেট বিতরণ করার পরিকল্পনা নিয়েছেন তিনি।
View this post on Instagram
আগের বছরেও সলমন খান এবং তাঁর টিম বহু গরিব মানুষদের এবং ফ্রন্টলাইন কর্মীদের খাবারের প্যাকেট বিতরণ করেছিলেন। যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন খাবারের প্যাকেট। এবারেও সেই একই প্রচেষ্টা নিতে চলেছেন ভাইজান। এবছর তাঁর সঙ্গে রয়েছেন যুবসেনা লিডার রাহুল কানাল। তাঁরা একসঙ্গে ফ্রন্টলাইন কর্মীদের কাছে খাবারের প্যাকেট পৌঁছে দেবেন। প্রথমে ওরলি থেকে মুম্বই পর্যন্ত এই প্রকল্প তাঁরা শুরু করবেন। খাবারের প্যাকেটে পোহা, পাউ ভাজি বা বড়া পাওয়ের মত খাবার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। রাহুল কানাল জানিয়েছেন বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে খুবই চিন্তায় আছেন ভাইজান। কোভিড যোদ্ধারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়েছেন, তাঁদের নিয়ে ভাবছেন তিনি। কাজের মাঝে তাঁদের কাছে সময় মত খাবার পৌঁছে দেবার জন্যই সলমন খান এই প্রকল্পের পরিকল্পনা করেছেন। আপাতত ১৫ দিন ধরে চলবে এই প্রকল্প। ২৪ ঘন্টা ধরেই এই খাবারের প্যাকেট বিতরণের কাজ চলবে বলে জানিয়েছেন ভাইজান।
আরও পড়ুন:এক ঘণ্টার বেশি মাস্ক পরে থাকলেই খুলে ফেলতে ইচ্ছে করে: জুহি চাওলা
শুধু ফ্রন্টলাইন কর্মী নন, সিনেমা হল মালিকদের কথা মাথায় রেখে সলমন খান তাঁর নতুন ছবি ‘রাধে’-র রিলিজও ঈদের দিনে সিনেমা হল এবং ওটিটি প্ল্যাটফর্মে একসঙ্গে রিলিজ করবেন।