সলমনের মায়ের ছবিতে ‘হার্ট ইমোজি’ প্রাক্তন প্রেমিকার, লিখলেন ‘মম’, সোশ্যাল মিডিয়ায় তুমুল জল্পনা
প্রবীণ অভিনেত্রী হেলেনেরও ছবি শেয়ার করেছেন সলমন খান। সে ছবিতেও কমেন্ট করেছেন সঙ্গীতা বিজলানি। তবে না এবার আর তিনি ‘মা’ লেখেননি। পোস্ট করেছেন একটি চোখবোজা ইমোটিকন।
মাতৃ দিবস উপলক্ষ্যে বহু বলিউড সেলিব্রিটি তাঁদের মায়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। রবিবার রাতে সলমন খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মা সালমা খান এবং হেলেন-এর ছবি পোস্ট করে মাদার্স ডে-র শুভেচ্ছাও দেন। নেটিজেনদের কাছে তা স্বাভাবিকই লেগেছে। ফ্যানদের রিঅ্যাকশন থেকে কমেন্ট ভরে গিয়েছে কমেন্ট বক্স।
তবে যা নজর কেড়েছে তা হল সলমনের প্রাক্তন প্রেমিক সঙ্গীতা বিজলানির কমেন্ট।
আরও পড়ুন সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছেন শিল্পা শেট্টি! পোস্টে মিলল ইঙ্গিত
সলমন খান প্রথমে তাঁর মা সালমা খানের একটি ছবি শেয়ার করেন, তিনি একটি কালো শাড়ি পরে দাঁড়িয়ে। সলমন লেখেন, ‘শুভ মাতৃদিবস । #নিরাপদে থাকুন।’ সঙ্গীতা বিজলানি, যিনি সলমনের পরিবারের সঙ্গে এক দারুণ বন্ডিং শেয়ার করেন, তিনি একটি হার্ট ইমোজি এবং তার পাশে লেখেন ‘মম’ অর্থাৎ মা।
View this post on Instagram
সলমন এবং সঙ্গীতার মধ্যে এখনও বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। সঙ্গীতাকেও মাঝে-মাঝে সলমনের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। এবং সঙ্গীতার এই ‘মা’ কমেন্টে পড়েছে প্রচুর লাইক। এসব নিয়ে উঠছে জল্পনা! তাহলে কি আবার তাঁরা সম্পর্কে ফিরতে চলেছেন? না, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
প্রবীণ অভিনেত্রী হেলেনেরও ছবি শেয়ার করেছেন সলমন খান। সে ছবিতেও কমেন্ট করেছেন সঙ্গীতা বিজলানি। তবে না এবার আর তিনি ‘মা’ লেখেননি। পোস্ট করেছেন একটি চোখবোজা ইমোটিকন।
View this post on Instagram