Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অম্বানির বিয়েতে পাকিস্তানিকে অসম্মান সইফ-কন্যার! নায়িকাকে বয়কটের ডাক সে দেশে

অম্বানির বিয়েতে সেলিব্রেটিদের প্রায় সকলেই ডিজাইনার পোশাক পরেছিলেন। আবু জানি-সন্দীপ খোসলা থেকে শুরু করে মণীশ মালহোত্র, সব্যসাচী, বা হালফিলের ন্যান্সি ত্যাগী-- বাদ যাননি কেউই। তবে এ সবের বাইরে গিয়ে সারা বেছে নিয়েছিলেন পাকিস্তানি পোশাক ডিজাইনার ইকবাল হুসেনকে।

অম্বানির বিয়েতে পাকিস্তানিকে অসম্মান সইফ-কন্যার! নায়িকাকে বয়কটের ডাক সে দেশে
পাকিস্তানিকে অসম্মান সইফ-কন্যার!
Follow Us:
| Updated on: Jul 14, 2024 | 8:58 PM

বেশ সেজেগুজেই অম্বানির ছেলের বিয়েতে হাজির হয়েছিলেন সারা আলি খান। পরেছিলেন ডিজাইনার পোশাক। চোখ ধাঁধানো সব লেহেঙ্গায় তাক লাগিয়ে দিচ্ছিলেন সকলকে। তবে হঠাৎই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান বেজায় চটল সারার উপর। তাঁদের বক্তব্য একটাই। সারা নাকি এক পাকিস্তানিকে অপমান করেছেন। তাঁর কাছ থেকে সুবিধে নিয়ে, প্রশংসা কুড়িয়েও যোগ্য সম্মান দেননি।

অম্বানির বিয়েতে সেলিব্রেটিদের প্রায় সকলেই ডিজাইনার পোশাক পরেছিলেন। আবু জানি-সন্দীপ খোসলা থেকে শুরু করে মণীশ মালহোত্র, সব্যসাচী, বা হালফিলের ন্যান্সি ত্যাগী– বাদ যাননি কেউই। তবে এ সবের বাইরে গিয়ে সারা বেছে নিয়েছিলেন পাকিস্তানি পোশাক ডিজাইনার ইকবাল হুসেনকে। সবাই এক বাক্যে বলেছেন হুসেনের তৈরি পোশাকে দারুণ লাগছিল সইফ-কন্যাকে। অনুষ্ঠানের ভিডিয়ো সারা নিজের ইনস্টাগ্রামে ভাগও করে নেন। সেই ভিডিয়োয় তাঁর হেয়ার স্টাইলিস্ট থেকে শুরু করে মেকআপ শিল্পী এমনকি ফটোগ্রাফারদের উল্লেখ থাকলেও একবারের জন্য হুসেনের নাম উল্লেখ করতে দেখা যায়নি তাঁকে। এমনকি তাঁকে ট্যাগও করেননি অভিনেত্রী। নজর এড়ায়নি প্রতিবেশী রাষ্ট্রের মানুষদের। আর এর পরেই সারাকে ‘বেইমান’ আখ্যা দিতে পিছপা হননি ওঁরা। উঠেছে প্রবল বয়কটের ডাক।

একজন লিখেছেন, “সাহায্য যখন নিয়েছেন তা জানাতে সমস্যা কোথায়? লজ্জা হয় না সারা? ছিঃ।” আর একজনের মন্তব্য, “এমনটা আপনার থেকে আশা করিনি সারা, খুব খারাপ লাগছে সারা। ভুলে গিয়ে থাকলে দয়া করে মেনশন করে দিন। নয়তো এর পর থেকে আপনাকে বয়কট করব। কোনও ছবি দেখব না।” সারা যদিও এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি। কেন হুসেনের নাম উল্লেখে করা হল না তাঁর পোস্টে তা নিয়ে একটি বাক্যও খরচ করতে দেখা যায়নি তাঁকে।