মিথ্যে, সবটাই মিথ্যে! গর্জে উঠলেন সায়ন্তিকা, ‘আমি কখনওই…’
Sayantika Banerjee: এর আগে অভিনেতা জয় মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তাঁদের বিচ্ছেদ নিয়েও হয়েছিল বিস্তর জলঘোলা। তবে আপাতত নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে জল্পনা ছিল বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
যা রটেছে, যা বলা হচ্ছে, তা একেবারেই সত্যি নয়! তাঁকে নিয়ে নানা রটনায় এবার প্রতিবাদে মুখর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এর আগে লোকসভা ভোটে তৃণমূলের হয়ে টিকিট না পাওয়ায় অভিমান উগরে দিয়েছিলেন তিনি। এবার এক মিথ্যে খবর চাউর হওয়ায় মুখ খুললেন অভিনেত্রী। দিন কয়েক ধরেই রটেছে সায়ন্তিকা নাকি বিয়ে করতে চলেছেন। সেই রটনাকেই নস্যাৎ করে তিনি লেখেন, “সবাইকে অনুরোধ করছি, আমার বিয়ে নিয়ে কোনও মিথ্যে খবর প্রচার করা থেকে বিরত থাকুন। এই খবরের কোনও সত্যতা নেই। যদি এমন কিছু ঘটে তবে তা সকলের সঙ্গে ভাগ করে নিতে আমি সবচেয়ে বেশি খুশি হব। বর্তমানে আলোচনা করার জন্য নানা বিষয় রয়েছে। তাই আমাকে নিয়ে এই খবর প্রচারের আমি প্রতিবাদ জানাচ্ছি। সবটাই যে আদপে মিথ্যে।”
View this post on Instagram
এর আগে অভিনেতা জয় মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তাঁদের বিচ্ছেদ নিয়েও হয়েছিল বিস্তর জলঘোলা। তবে আপাতত নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে জল্পনা ছিল বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে তাঁর নাম প্রকাশ করেনি দল। তারপরই শোনা যায় রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছেন সায়ন্তিকা বন্দোপাধ্যায়। যা নিয়েও রাজনৈতিক মহলে বিস্তর জল্পনা ছড়ায়। টিভিনাইন বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সায়ন্তিকা যদিও ইস্তফাকে গুঞ্জন বলে উড়িয়ে দেন। বরং অভিমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ভালবাসা থাকলে অভিমান থাকবে। একটা বিধানসভায় হেরে সাতটি বিধানসভায় এবার লোকসভা নির্বাচনে জিতে দেখাতে চেয়েছিলাম। কিন্তু সেই চ্যালেঞ্জ আমাকে নিতে দেওয়া হল না। আক্ষেপ তো থাকবেই। এটাই আমার সবথেকে বেশি খারাপ লাগা।”
বিধানসভায় হারার পর বাঁকুড়ার মাটি কামড়ে পড়েছিলেন সায়ন্তিকা। নানা দলীয় কর্মসূচীতেও অংশ নিতে দেখা যায় তাঁকে। তবে মেলেনি টিকিট। তৃণমূলের হয়ে প্রচারেও এবারে দেখা যাচ্ছে না তাঁকে। তবে সূত্র জানাচ্ছে মনের কোনের মেঘ ক্রমশ হালকা হচ্ছে।