মেডিক্যাল ড্রামা ‘হিউম্যান’-এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন সীমা বিশ্বাস

পরিচালক-প্রযাজক বিপুল শাহের নতুন ওয়েব শো ‘হিউম্যান’-এ অভিনয় করছেন সীমা বিশ্বাস। ‘হিউম্যান’ একটি মেডিক্যাল ড্রামা। মানুষের ওপর ‘ড্রাগ টেস্টিং’ এবং নানা রকম মেডিক্যাল কেলেঙ্কারি নিয়ে তৈরি হচ্ছে এই সিরিজ।

মেডিক্যাল ড্রামা ‘হিউম্যান’-এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন সীমা বিশ্বাস
সীমা বিশ্বাস
Follow Us:
| Updated on: Feb 20, 2021 | 1:09 PM

পরিচালকপ্রযাজক বিপুল শাহের নতুন ওয়েব শো ‘হিউম্যান’এ অভিনয় করছেন সীমা বিশ্বাস। ‘হিউম্যান’ একটি মেডিক্যাল ড্রামা। মানুষের ওপর ‘ড্রাগ টেস্টিং’ এবং নানা রকম মেডিক্যাল কেলেঙ্কারি নিয়ে তৈরি হচ্ছে এই সিরিজ।

বেশ অনেক দিন পর হিন্দিতে আবার অভিনয় করছেন সীমা বিশ্বাস। ২০১৯এ ‘ডার্কনেস ভিসিবল’এ ওঁকে শেষ দেখা গিয়েছিল। যদিও মাঝে কয়েকটা ওয়েব সিরিজ এবং টেলিভিশনে তিনি অভিনয় করেছেন। সীমা বিশ্বাস নিজের অভিনয়ে ছাপ রেখেছেন। এখনও অনেকেই সীমা বিশ্বাসকে ‘ব্যান্ডিট কুইন’ বলেই চেনে। সীমা বিশ্বাসকে পেয়ে খুশি বিপুল শাহ। তিনি বলেন “ ওঁর মত অভিনেত্রীকে পেয়ে খুব ভাল লাগছে। সীমা অসাধারণ একজন অভিনেত্রী। আমার বিশ্বাস দর্শক এই শোটা পছন্দ করবেন। বিশেষ করে অভিনেত্রীদের অভিনয় তাক লাগিয়ে দেবেই।”

হিউম্যান’এর শুটিং জানুয়ারি মাস থেকেই শুরু হয়েছে। সীমা বিশ্বাস ছাড়াও আরও দু’জন জাঁদরেল অভিনেত্রী এই সিরিজে অভিনয় করছেন। শেফালি শাহ এবং কীর্তি কুলহারি। এই তিন জনেই মূল চরিত্রে অভিনয় করছেন। এছাড়া আছেন টেলিভিশন এবং ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন মেধাবী অভিনেতা। এঁদের মধ্যে রাম কাপুর, মোহন আগাসে, আদিত্য শ্রীবাস্তব উল্লেখযোগ্য।

আরও পড়ুন :জুন মাসে ক্রিকেট ব্যাট হাতে মাঠে নামবেন ‘রণবীর’ দেব!

হিউম্যান’ ওয়েব সিরিজ বিপুল শাহ একা করছেন না। সঙ্গে আছেন মোজেজ সিং। সিরিজটি কোথায় এবং কখন স্ট্রিমিং হবে তা নিয়ে এখনই কিছু বলেননি প্রযোজক বিপুল শাহ।