ডামি শাহরুখ সামনে আসতেই বিপত্তি, পদে-পদে ট্রোল্ড কিং
Shah Rukh Khan: তবে যবে থেকে শাহরুখ খানের বডি ডামি যিনি জওয়ান ছবিতে কাজ করেছিলেন, তাঁর ছবি ভাইরাল হয় তবে থেকেই মাঝে মধ্যেই ব্যঙ্গের শিকার হতে হয় কিং খানকে। পথেঘাটে শাহরুখ খানের দেখা মিললেই এক শ্রেণি প্রশ্ন করে বসেন, তিনি আসল না নকল?

শাহরুখ খান, বিশ্বের কাছে তিনি সুপারস্টার। দেশ-বিদেশের ছড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ তাঁর ভক্তরা। শাহরুখ খান মানেই রোমান্স, সেই শাহরুখ খান মানেই বর্তমানে আবার অ্যাকশনও বটে। পর্দায় তিনি থাকা মানেই দর্শক মনে ঝড়। যদিও সবক্ষেত্রে এই সমীকরণ কাজে আসেনি। জিরো ফ্যান কিংবা ডানকি, বারবার প্রমাণ করে দিয়েছে কেবল শাহরুখ খানের কাঁদে ভর করে একটি ছবিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। সঙ্গে দর্শকদের মনের মত চিত্রনাট্য চাই। যে কিং খান অ্যাকশন হিরো হতে চেয়েছিলেন দীর্ঘ ২২ বছর ধরে সেই শাহরুখ খান পাঠান জওয়ান কিংবা দিলওয়ালে দিয়ে প্রমাণ করে দিয়েছে, তিনি সেটাও পারেন। জওয়ান ছবিতে, তাঁর অ্যাকশন বারবার চর্চা কেন্দ্রে জায়গা করে নিয়েছে, তাঁর ডবল রোল দশক মনে বেশ চর্চিত।
তবে যবে থেকে শাহরুখ খানের বডি ডামি যিনি জওয়ান ছবিতে কাজ করেছিলেন, তাঁর ছবি ভাইরাল হয় তবে থেকেই মাঝে মধ্যেই ব্যঙ্গের শিকার হতে হয় কিং খানকে। পথেঘাটে শাহরুখ খানের দেখা মিললেই এক শ্রেণি প্রশ্ন করে বসেন, তিনি আসল না নকল? কেউ কেউ আবার তাঁকে কটাক্ষ করতে পিছপা হচ্ছেন না। শাহরুখ খানকে সচরাচর কটাক্ষের শিকার হতে দেখা যায় না। তবে সম্প্রতি সেই কিং খানকে একাধিকবার ট্রোলের মুখে পড়তে হচ্ছে। সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিক থেকে মুখ ঢেকে তিনি বেরতেই নেটিজেন্দের একশ্রেণির প্রশ্ন করেছিলেন, ‘মেকআপ করেননি বলে মুখ দেখাচ্ছেন না?’
View this post on Instagram
এবার স্টানিং লুকিয়ে বিমানবন্দরের বাইরে শাহরুখ খানের দেখা মিলতেই আবার সেই নেটিজেনরাই সক্রিয় হয়ে উঠলেন। এবারও কটাক্ষ করে মন্তব্য করলেন ‘আজ মেকআপ করেছেন বলেই, মুখ দেখালেন’। যদিও শাহরুখ খান ট্রলিংকে খুব একটা পাত্তা দেন না। যে প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন মনে করেন সোশ্যাল মিডিয়া এসে সরাসরি সেই প্রশ্নের উত্তর তিনি দিয়ে দেন।





