শাহরুখের ‘কামব্যাক’ ছবির শুটের ভিডিয়ো ফাঁস সোশ্যাল মিডিয়ায়
শাহরুখ ছাড়াও ছবিতে রয়েছেন জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন। আরও এক ছবিতে শাহরুখ-দীপিকা ম্যাজিক দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। এই নিয়ে চার বার জুটি বাঁধছেন শাহরুখ-দীপিকা। দীপিকার ডেবিউ ছবি 'ওম শান্তি ওম'-এ ছিলেন শাহরুখ।
প্রায় তিন বছর পর বড় পর্দায় কামব্যাক করতে চলেছে শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবিতে দেখা যাবে তাঁকে। সেই ছবির শুটের জন্যই আপাতত দুবাইয়ে তিনি। আর সেই ছবিরই শুটিংয়ের ছবি এবং ভিডিয়ো ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।
শাহরুখের এক ফ্যানের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা কিছু টুকরো ছবিতে দেখা যাচ্ছে, শুটের কাজ চলছে পুরোদমে। হাজির ইউনিটের সকলেই। ভিডিয়োতে দেখা যাচ্ছে, চলমান গাড়ির উপর লম্বা চুলের এসআরকে ব্যস্ত জোরদার ফাইট সিক্যুয়েন্সের শুটে। চলছে প্রতিপক্ষকে কিল-চড়-ঘুষি। যা দেখে বেজায় খুশি এসআরকে ভক্তরা। প্রিয় হিরোকে আবার ‘ব্যাক ইন ট্র্যাক’ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁরা। লিখছেন, “অবশেষে মনে হচ্ছে ভাল কিছু পেতে চলেছি কিং খানের কাছ থেকে।”
Team Pathan with the camera guys reached UAE yesterday, they have started shooting plates at 4am in downtown, Dubai.
Some more snaps of the King @iamsrk from #Pathan shooting place… Enjoy guys… ❤️?? pic.twitter.com/GhlxlJXxhV
— ?Deb The King Of The Hearts? (@I_AM_DEBESH) January 27, 2021
শাহরুখ ছাড়াও ছবিতে রয়েছেন জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন। আরও এক ছবিতে শাহরুখ-দীপিকা ম্যাজিক দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। এই নিয়ে চার বার জুটি বাঁধছেন শাহরুখ-দীপিকা। দীপিকার ডেবিউ ছবি ‘ওম শান্তি ওম’-এ ছিলেন শাহরুখ। সেই ছবি হিট হয়েছিল বক্সঅফিসে। এর পর তাঁদের দেখা যায় চেন্নাই এক্সপ্রেস ছবিতেও। সেখানেও কাজ করেছিল শাহরুখ-দীপিকা ম্যাজিক। যদিও এর পরের ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’ হিট হয়নি বক্সঅফিসে।
#Pathan Movie @iamsrk is back with bang ? pic.twitter.com/vKlGZ5FVGp
— Shreshth Gehlot (@ShreshthGehlot2) March 10, 2021
‘পাঠান’-এ রয়েছে আরও এক চমক। ওই ছবিতে এক ‘কেমিও’ চরিত্রে দেখা যাবে সলমন খানকেও। ২০১৮-তে ‘জিরো’ ছবিতে শেষ দেখা গিয়েছিল শাহরুখকে। কিন্তু সেই ছবি বক্স অফিসে দাগ ফেলতে পারেনি। বিস্তর সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। ছবি থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন কিং খান। অবশেষে আবারও ফিরছেন তিনি। উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে ভক্তমহলে।
View this post on Instagram