ভিডিয়ো: ভেঙে পড়লেন শিল্পা শেট্টি, ধন্যবাদ জানালেন বহু মানুষকে

তিনি ‘খানা চাহিয়ে’ নামে একটি সংস্থার কথাও বলেছেন, যা মানুষদের মুখে খাবার তুলে দেয়।

ভিডিয়ো: ভেঙে পড়লেন শিল্পা শেট্টি, ধন্যবাদ জানালেন বহু মানুষকে
শিল্পা শেট্টি।
Follow Us:
| Updated on: Apr 27, 2021 | 4:14 PM

ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম এমন এক সঙ্কটজনক পরিস্থিতির সম্মুখীন হল দেশবাসী। শুধু করোনা ভাইরাসের সংক্রমণ নয় অক্সিজেন সিলিন্ডার, ওষুধের চাহিদা, হাসপাতালের বেড নিয়েও তৈরি হয়েছে উদ্বেগজনক অবস্থা। অভিনেত্রী শিল্পা শেট্টি সম্প্রতি নিজের উদ্বেগ প্রকাশ করে এবং প্রথম সারির যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো প্রকাশ করেন।

আরও পড়ুন কোভিড পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য আয়ুষ্মাণ-তাহিরার

শিল্পা শেট্টি করোনা ভাইরাস এবং প্যান্ডেমিক অবস্থার মধ্যে দেশের স্বাস্থ্যসেবা পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমি ঠিক নেই এবং আমিও তা হতেও পারব না, আমরা কেউ নই। আমাদের চারপাশে যা ঘটছে তা থেকে এই অবর্ণনীয় এক ব্যথা অনুভব করছি। আমি শুধু ভাবছি যে কোনও সন্তানরা কীভাবে তাঁদের পিতা-মাতার মৃত্যু কিংবা পিতা-মাতার তাঁদের সন্তানের মৃত্যু কীভাবে সহ্য করতে পারে। বিশেষত, যখন তাঁদের অন্তিম মুহুর্তগুলোতেও তাঁদের প্রিয়জনকে দেখার অনুমতি দেওয়া হয় না, তাঁদের শেষকৃত্য সম্পন্নের অনুমতি দেওয়া হয় না এমন এক অবস্থায়।’

ভিডিয়োতে কথা বলতে বলতে ভেঙে পড়েন শিল্পা, মানুষ যেন এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ান, এই আবেদনও রাখেন অভিনেত্রী।

‘আমরা শুধু কোভিডের কাছে নই, আমরা ক্ষুধার্ত, অক্সিজেনের অভাব, সময় মতো চিকিৎসা, যত্নের অভাবে মানুষকেও হারাচ্ছি।‘ বলেন শিল্পা।

তিনি বিএমসি কর্মী, স্বাস্থ্যসেবা কর্মকর্তাদের এবং সমস্ত ফ্রন্টলাইন কর্মীদের ‘বিরতি ছাড়াই এত কিছু করার জন্য’ ধন্যবাদ জানান।

শিল্পা জনগণকে অভাবগ্রস্তদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন এবং বলেন যে তিনি নিজেও এমন একটি প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত যার লক্ষ্য করোনা ভাইরাস সংকটের এ হেন পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষের পাশে থাকা।

তিনি ‘খানা চাহিয়ে’ নামে একটি সংস্থার কথাও বলেছেন, যা মানুষদের মুখে খাবার তুলে দেয়। তিনি তাঁর ফ্যানদের একটি লিঙ্কে উদারভাবে অনুদানের জন্য অনুরোধ করেন এবং তাঁর সহযোগী শিল্পীদের এই উদ্যোগে বা অন্য কোনওভাবে যা ‘তারা উপযুক্ত বলে মনে করেন’, তাঁদের যোগ দিতেও অনুরোধ করেন। তিনি তার সমস্ত ফ্যানদের মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ভ্যাকসিন নেওয়ার অনুরোধ করে ভিডিওটি শেষ করেন।

নাগরিকদের সহায়তা করতে এগিয়ে এসেছেন বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটি। সোনু সুদ ‘ইন্ডিয়া ফাইটস উইথ কোভিড’ নামে একটি চ্যানেল চালু করেছেন যার লক্ষ্য হাসপাতাল, ওষুধ এবং অক্সিজেনের সন্ধান দেওয়া। প্রাক্তন ক্রিকেটার-রাজনীতিবিদ গৌতম গম্ভীরের কোভিড ফান্ডে ত্রাণ হিসাবে এক কোটি টাকা অনুদান দিয়েছেন। মুম্বইয়ের প্রথম সারির কর্মীদের খাবার সরবরাহের জন্য সলমন খান খাদ্য সরবারহের ট্রাক চালু করেছেন।