করোনার টিকার প্রথম ডোজ নিলেন বলিউড অভিনেত্রী

ক্যাপশানে শিল্পা লেখেন, ‘টিকা নিয়েছি  এবং আমি সুরক্ষিত। নিউ নর্মাল, ২০২১ সাল আমি আসছি।’

করোনার টিকার প্রথম ডোজ নিলেন বলিউড অভিনেত্রী
শিল্পা শিরোদকার।
Follow Us:
| Updated on: Jan 08, 2021 | 8:33 PM

দেশে আজ থেকে শুরু হল করোনা টিকার ড্রাই রান। এর মধ্যে টিকা নিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শিরোদকার (Shilpa Shirodkar )। তবে এ দেশে নয়। সংযুক্ত আরব আমীরশাহিতে নিলেন টিকা। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে টিকা নেওয়ার পর এক ছবিও শেয়ার করেন অভিনেত্রী। ছবিতে তাঁর হাতের উপরে করোনা টিকার উপরে লাগানো তুলো স্পষ্ট। ক্যাপশানে শিল্পা লেখেন, ‘টিকা নিয়েছি  এবং আমি সুরক্ষিত। নিউ নর্মাল, ২০২১ সাল আমি আসছি।’

সংযুক্ত আরব আমীরশাহি-কে ধন্যবাদও জানান অভিনেত্রী। প্রাক্তন ‘মিস ইন্ডিয়া’ অভিনেত্রী নম্রতা শিরোদকারের, দিদি হলেন শিল্পা শিরোদকার। একসময়ে দু’বোন অভিনয় করেছেন দু’বোন।

শিল্পা এর আগে ‘আঁখে’, ‘কিষাণ কানহাইয়া’, ‘ত্রিনেত্র’, ‘হাম’, ‘দিল হি তো হ্যায়’, ‘পেহচান’, ‘গোপী কিষাণ’, ‘মৃত্যুদণ্ড;-র মত বহু ছবিতে অভিনয় করছেন। শিল্পা অভিনীত শেষ ছবি ‘গজ গামিনী’। বিয়ের ১০ বছর পর ফের ছোট পর্দায় ‘মুঠ্ঠি আসমান’ সিরিয়ালে অভিনয় শুরু করেন শিল্পা।

প্রসঙ্গত, করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ঠিক ২১ দিন পর দ্বিতীয় ডোজ নেবেন বলেও জানিয়েছেন শিল্পা।