রামগোপালের হাত ধরেই পরিচিতি, পরে তাঁর জন্যই কেরিয়ারে ভাঁটা পড়ে ঊর্মিলার, সহ্য করতে হয় চড়ও!

। আজ বৃহস্পতিবার ৪৭ বছরে পা দিলেন তিনি। এক ঝলকে দেখে নিন ঊর্মিলার জীবনের সেই রঙিন-বেরঙিন অধ্যায়।

| Updated on: Feb 04, 2021 | 1:34 PM
ঊর্মিলা মাতন্ডকর। বলিউডের রঙ্গিলা গার্ল। যেমন বর্ণময় তাঁর ফিল্মি কেরিয়ার, ঠিক তেমনই ব্যক্তিগত জীবনেও নানা উথাল পাথালের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। আজ বৃহস্পতিবার ৪৭ বছরে পা দিলেন তিনি। এক ঝলকে দেখে নিন ঊর্মিলার জীবনের সেই রঙিন-বেরঙিন অধ্যায়।

ঊর্মিলা মাতন্ডকর। বলিউডের রঙ্গিলা গার্ল। যেমন বর্ণময় তাঁর ফিল্মি কেরিয়ার, ঠিক তেমনই ব্যক্তিগত জীবনেও নানা উথাল পাথালের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। আজ বৃহস্পতিবার ৪৭ বছরে পা দিলেন তিনি। এক ঝলকে দেখে নিন ঊর্মিলার জীবনের সেই রঙিন-বেরঙিন অধ্যায়।

1 / 12
শ্যাম বেনেগলের 'কলযুগ' সিনেমা দিয়েই তাঁর বলিউড যাত্রা। তখন তাঁর বয়স মাত্র ছয় বছর। এর পরে শেখর কাপুরের 'মাসুম',প্রবজ্ঞানণ ভাটের 'ভাবনা'তে শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেন ঊর্মিলা।

শ্যাম বেনেগলের 'কলযুগ' সিনেমা দিয়েই তাঁর বলিউড যাত্রা। তখন তাঁর বয়স মাত্র ছয় বছর। এর পরে শেখর কাপুরের 'মাসুম',প্রবজ্ঞানণ ভাটের 'ভাবনা'তে শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেন ঊর্মিলা।

2 / 12
'মাসুম' ছবিতে ঊর্মিলার লিপে 'লকড়ি কি কাটি' গানটি আজও হিট। বড়বেলায় ঊর্মিলা অভিনীত প্রথম ছবি পরিচালক রাজীব কুমার পরিচালিত মালয়ালাম ব্লকবাস্টার ছবি 'চাণক্য'। তাঁর বিপরীতে ছিলেন কমল হাসান।

'মাসুম' ছবিতে ঊর্মিলার লিপে 'লকড়ি কি কাটি' গানটি আজও হিট। বড়বেলায় ঊর্মিলা অভিনীত প্রথম ছবি পরিচালক রাজীব কুমার পরিচালিত মালয়ালাম ব্লকবাস্টার ছবি 'চাণক্য'। তাঁর বিপরীতে ছিলেন কমল হাসান।

3 / 12
তাঁর বলিউড যাত্রা শুরু এন চন্দ্র পরিচালিত অ্যাকশন ড্রামা 'নরিশ্মা' দিয়ে। এর পর আরও বেশ কিছুতে অভিনয় করলেও স্টারডম যেন ছুঁয়েও ছুঁয়ে দেখছিল না ঊর্মিলাকে। ঠিক এমন সময়েই ঊর্মিলার জীবনে প্রবেশ রামগোপাল বর্মার।

তাঁর বলিউড যাত্রা শুরু এন চন্দ্র পরিচালিত অ্যাকশন ড্রামা 'নরিশ্মা' দিয়ে। এর পর আরও বেশ কিছুতে অভিনয় করলেও স্টারডম যেন ছুঁয়েও ছুঁয়ে দেখছিল না ঊর্মিলাকে। ঠিক এমন সময়েই ঊর্মিলার জীবনে প্রবেশ রামগোপাল বর্মার।

4 / 12
সাল ১৯৯২। রামগোপাল বর্মা ঠিক করেন তিনি একটি ছবি বানাবেন যার মুখ্য চরিত্রে থাকবেন মাধুরী দীক্ষিত। কিন্তু সে সময় মাধুরীর বাজার তুঙ্গে। রামগোপালকে সময় দিতে পারলেন না মাধুরী। পরিচালক হার মানলেন না। তিনি বেছে নিলেন ঊর্মিলাকে। তৈরি হল 'দ্রোহী'।

সাল ১৯৯২। রামগোপাল বর্মা ঠিক করেন তিনি একটি ছবি বানাবেন যার মুখ্য চরিত্রে থাকবেন মাধুরী দীক্ষিত। কিন্তু সে সময় মাধুরীর বাজার তুঙ্গে। রামগোপালকে সময় দিতে পারলেন না মাধুরী। পরিচালক হার মানলেন না। তিনি বেছে নিলেন ঊর্মিলাকে। তৈরি হল 'দ্রোহী'।

5 / 12
নাচতে জানতেন না ঊর্মিলা। পরিচালক ঊর্মিলাকে আদেশ দেন 'দ্রোহী'র একটি দৃশ্যে নাচতে হবে তাঁকে। কোনও কোরিওগ্রাফার ছাড়াই নিজের মতো করে নেচে ফেললেন ঊর্মিলা। জায়গা করে নিলেন রামগোপালের মনে। রামগোপাল ঠিক করেন তিনি পরবর্তী ছবিতেও ঊর্মিলাকেই নেবেন।

নাচতে জানতেন না ঊর্মিলা। পরিচালক ঊর্মিলাকে আদেশ দেন 'দ্রোহী'র একটি দৃশ্যে নাচতে হবে তাঁকে। কোনও কোরিওগ্রাফার ছাড়াই নিজের মতো করে নেচে ফেললেন ঊর্মিলা। জায়গা করে নিলেন রামগোপালের মনে। রামগোপাল ঠিক করেন তিনি পরবর্তী ছবিতেও ঊর্মিলাকেই নেবেন।

6 / 12
তৈরি হল আইকনিক ছবি 'রঙ্গীলা'। নতুন পরিচিতি পেলেন ঊর্মিলা। বলিউডে তাঁর নাম হল 'রঙ্গীলা গার্ল'। একদিকে জ্যাকি শ্রফ, অন্যদিকে আমির খান..সঙ্গে মেন্টর রামগোপাল...। আর পিছনে ফিরে তাকাতে হল না ঊর্মিলাকে। অধরা সাফল্য ছুঁয়ে ফেললেন তিনি।

তৈরি হল আইকনিক ছবি 'রঙ্গীলা'। নতুন পরিচিতি পেলেন ঊর্মিলা। বলিউডে তাঁর নাম হল 'রঙ্গীলা গার্ল'। একদিকে জ্যাকি শ্রফ, অন্যদিকে আমির খান..সঙ্গে মেন্টর রামগোপাল...। আর পিছনে ফিরে তাকাতে হল না ঊর্মিলাকে। অধরা সাফল্য ছুঁয়ে ফেললেন তিনি।

7 / 12
ঊর্মিলা হয়ে উঠলেন রামগোপালের নতুন অবসেশন। এর পর রামগোপালের ছবি মানেই ঊর্মিলা। ইন্ডাস্ট্রিতে রামগোপাল বলতেন ঊর্মিলা নাকি তাঁর 'লাকি চার্ম'। ঊর্মিলা বলতেন রামগোপাল তাঁর মেন্টর।

ঊর্মিলা হয়ে উঠলেন রামগোপালের নতুন অবসেশন। এর পর রামগোপালের ছবি মানেই ঊর্মিলা। ইন্ডাস্ট্রিতে রামগোপাল বলতেন ঊর্মিলা নাকি তাঁর 'লাকি চার্ম'। ঊর্মিলা বলতেন রামগোপাল তাঁর মেন্টর।

8 / 12
 'দউদ' ছবিতে রাম প্রথমে অশ্বিনী ভাবেকে নিলেও শেষ মুহূর্তে তাঁকে সরিয়ে জায়গা হয় ঊর্মিলার। কোনও ছবি সই করার আগেও রামগোপালের পরামর্শ নিতেন অভিনেত্রী। রামের ছবি ছাড়া অন্য কোনও ছবিতে নিজেকে প্রকাশ করার কোনও ইচ্ছাই দেখাতেন না তিনি। তাঁর প্রায়োরিটি লিস্টে প্রথমেই জায়গা করে নিতেন রামগোপাল বর্মা।

'দউদ' ছবিতে রাম প্রথমে অশ্বিনী ভাবেকে নিলেও শেষ মুহূর্তে তাঁকে সরিয়ে জায়গা হয় ঊর্মিলার। কোনও ছবি সই করার আগেও রামগোপালের পরামর্শ নিতেন অভিনেত্রী। রামের ছবি ছাড়া অন্য কোনও ছবিতে নিজেকে প্রকাশ করার কোনও ইচ্ছাই দেখাতেন না তিনি। তাঁর প্রায়োরিটি লিস্টে প্রথমেই জায়গা করে নিতেন রামগোপাল বর্মা।

9 / 12
অন্যদিকে রাম-ঊর্মিলা সম্পর্ক নিয়েও সে সময় জোর আলোচনা ইন্ডাস্ট্রিতে। তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা। সেই খবর কানে যায় রামগোপালের স্ত্রীরও। ইন্ডাস্ট্রির খবর, রেগে গিয়ে নাকি ঊর্মিলাকে চড়ও মারেন তিনি।

অন্যদিকে রাম-ঊর্মিলা সম্পর্ক নিয়েও সে সময় জোর আলোচনা ইন্ডাস্ট্রিতে। তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা। সেই খবর কানে যায় রামগোপালের স্ত্রীরও। ইন্ডাস্ট্রির খবর, রেগে গিয়ে নাকি ঊর্মিলাকে চড়ও মারেন তিনি।

10 / 12
কথা কানে যায় রামেরও ।তাঁর সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক আরও খারাপ হতে শুরু করে। বিচ্ছেদের পথে এগয় তা। ঊর্মিলার সঙ্গে আরও গাঢ় হয় সম্পর্ক। ঠিক যে মুহূর্তে ঊর্মিলা রামকে নিয়ে ভবিষ্যতের কথা ভাবছেন ঠিক তখনই বিপর্যয়। রামের জীবনে প্রবেশ করেন অন্য নারী।

কথা কানে যায় রামেরও ।তাঁর সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক আরও খারাপ হতে শুরু করে। বিচ্ছেদের পথে এগয় তা। ঊর্মিলার সঙ্গে আরও গাঢ় হয় সম্পর্ক। ঠিক যে মুহূর্তে ঊর্মিলা রামকে নিয়ে ভবিষ্যতের কথা ভাবছেন ঠিক তখনই বিপর্যয়। রামের জীবনে প্রবেশ করেন অন্য নারী।

11 / 12
তিনি অন্তরা মালী। রামের জীবনে ক্রমশ 'ঊর্মিলা' হয়ে ওঠেন অন্তরা। গুরুত্ব হারিয়ে ফেলেন 'রঙ্গীলা গার্ল'। অন্যদিকে রামের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য বলিউডেও তেমন কন্ট্যাক্ট বানাননি ঊর্মিলা। ফলে কাজ পেতেও অসুবিধে হতে তাঁকে তাঁর। গতিশীল মুম্বইয়ে জায়গা খালি থাকে না। তাই কালের নিয়মে হারিয়ে যায় তাঁর স্টারডম। সেই জায়গা পূরণ করে দেন ঐশ্বর্যা, রানি, সুস্মিতারা, কাজলরা...।

তিনি অন্তরা মালী। রামের জীবনে ক্রমশ 'ঊর্মিলা' হয়ে ওঠেন অন্তরা। গুরুত্ব হারিয়ে ফেলেন 'রঙ্গীলা গার্ল'। অন্যদিকে রামের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য বলিউডেও তেমন কন্ট্যাক্ট বানাননি ঊর্মিলা। ফলে কাজ পেতেও অসুবিধে হতে তাঁকে তাঁর। গতিশীল মুম্বইয়ে জায়গা খালি থাকে না। তাই কালের নিয়মে হারিয়ে যায় তাঁর স্টারডম। সেই জায়গা পূরণ করে দেন ঐশ্বর্যা, রানি, সুস্মিতারা, কাজলরা...।

12 / 12
Follow Us: