কেকে বিতর্ক অতীত! এবার অরিজিত্‍ সিংকে রূপঙ্করের প্রশ্ন…

Rupankar-Arijit: রূপঙ্কর বাগচি গানের জগতের অন্যতম গুরুত্বপূর্ণ নাম। তাঁর নাম উঠলেই সকলের মনে পড়ে যায় সেই পুরনো বিতর্কের কথা। দুই বছর আগে সঙ্গীতশিল্পী কেকের মৃত্যুর পর বিপুল কটাক্ষ শুনতে হয়েছিল তাঁকে। মাঝে দুটো বছর কেটে যাওয়ার পরেও এখনও সেই ঘটনার কথা ভোলেননি কেউ। এরই মাঝে অরিজিত্‍ সিং প্রসঙ্গে নতুন মন্তব্য শোনা গেল রূপঙ্করের মুখে।

কেকে বিতর্ক অতীত! এবার অরিজিত্‍ সিংকে রূপঙ্করের প্রশ্ন...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2024 | 7:47 PM

রূপঙ্কর বাগচি গানের জগতের অন্যতম গুরুত্বপূর্ণ নাম। তাঁর নাম উঠলেই সকলের মনে পড়ে যায় সেই পুরনো বিতর্কের কথা। দুই বছর আগে সঙ্গীতশিল্পী কেকের মৃত্যুর পর বিপুল কটাক্ষ শুনতে হয়েছিল তাঁকে। মাঝে দুই বছর কেটে যাওয়ার পরেও এখনও সেই ঘটনার কথা ভোলেননি কেউ। এরই মাঝে অরিজিত্‍ সিং প্রসঙ্গে নতুন মন্তব্য শোনা গেল রূপঙ্করের মুখে। এ কথা শুনেই ভাবছেন যে আবারও কি অরিজিত্‍-কে উদ্দেশ্য করে এমন কথা বললেন গায়ক? যা শুনলে বিতর্ক তৈরি হতে পারে। না না এক্ষেত্রে এত চিন্তার কোনও ব্যাপার নেই। এখন আর কোনও বিতর্কিত মন্তব্য করেননি গায়ক। কারণ, সে সময় শুধু কেকে নয় পোস্ট অফিসে গিয়েও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তবে এবার অবশ্য বিষয়টা একেবারে অন্য।

সম্প্রতি তাঁকে সাক্ষাত্‍কার নিতে দেখা যায়। যেখানে তাঁকে বলা হয় গায়ক যদি সাংবাদিক হতেন তাহলে কাকে কী প্রশ্ন করতেন? সেখানেই উঠে আসে অরিজিত্‍ সিংয়ের প্রসঙ্গ। রূপঙ্কর বলেন, “আমি অরিজিৎকে প্রশ্ন করব, আর কত অবাক হব তোমার ট্যালেন্ট দেখে! আর কত অনুপ্রেরণা দেবে তুমি আমাদেরকে। তোমার থেকে আমি অনেক সিনিয়ার, তবুও সব সময় তোমার কাছের থেকে আমি শিখছি। এবং ক্রমাগত শিখে চলেছি। তোমার গান গাওয়া, তোমার সংগীতের দক্ষতা, তোমার জীবনযাপন, সমস্তটাই আমাকে এত উদ্বুদ্ধ করে, আরও কীভাবে তুমি আমাকে উদ্বুদ্ধ করবে!”

উল্লেখ্য, ২০২২ সালে মে মাসে বিতর্কে জড়িয়েছিলেন রূপঙ্কর। সে সময়ই কলকাতায় কনসার্ট করতে এসেছিলেন কেকে। সেই সময় গায়কের শো নিয়ে খুবই মাতামাতি হয়েছিল । যা দেখে একটু বিরক্ত হয়েছিলেন গায়ক। তখনই লাইভ ভিডিয়োয় এসে রূপঙ্কর বলেন, “হু ইজ কেকে ম্যান!” যদিও তাঁর বক্তব্য ছিল পশ্চিমবঙ্গের অনেক গায়কই ভাল গান গায়। কিন্তু কোনও বাঙালি শ্রোতা তাঁদের নিয়ে এত মাতামাতি প্রকাশ করেন না মুম্বইয়ের শিল্পীদের নিয়ে যে উন্মদনা করেন তাঁরা।