সোনু সুদ প্রথম মিউজিক ভিডিওতে সেনাবাহিনীর প্রেম!

“এটা আমার প্রথম মিউজিক ভিডিও। আমি যখন ভিডিওর কনসেপ্ট শুনি, তখনই ঠিক করে ফেলি যে আমি এতে আছি। ‘পাগল নেহি হোনা’ গানটি দেশের সেনাবাহিনী এবং তাঁদের প্রেমের মানুষদের উৎসর্গ করা হয়েছে। গানের কথা মানুষের মন ছোঁবে এবং সুনন্দা (গায়িকা) দারুণ গেয়েছে।”

সোনু সুদ প্রথম মিউজিক ভিডিওতে সেনাবাহিনীর প্রেম!
সোনু সুদ।
Follow Us:
| Updated on: Jan 12, 2021 | 12:23 PM

ভালবেসে ‘মসিহা’ নামে তাঁকে ডাকে মানুষ। লকডাউনের সময় নিজে দাঁড়িয়ে থেকে অগুন্তি মানুষকে বাড়ি ফিরিয়েছেন তিনি। কখনও অনাথ শিশুদের দায়িত্ব নিয়েছেন, কখনও বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়ছেন। আবার কখনও হতদরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনার খরচ সামলেছেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে চালু করলেন ‘সরোজ সুদ স্কলারশিপ’। সবাই নাম দিয়েছিলেন—সোনু দ্য সুপারম্যান!

View this post on Instagram

A post shared by Sonu Sood (@sonu_sood)

লকডাউনে পরিযায়ী শ্রমিক, জনসাধারণের দুঃখ দুর্দশা নিয়ে বইও লিখছেন সোনু সুদ (Sonu Sood) । মানুষের পাশে মানুষের মতো দাঁড়িয়েছেন। কিন্তু এখন ধীরে ধীরে আবার তিনি ফিরছেন কাজে। রোজ নতুন নতুন স্ক্রিপ্ট শুনছেন। তবে এবার এক নতুন মোড়কে দেখা যাবে সোনুকে। এই প্রথমবার কোনও মিউজিক ভিডিওতে অভিনয় করতে চলেছেন অভিনেতা। গানের নাম ‘পাগল নেহি হোনা’। গানটি কম্পোজ করেছেন অ্যাভি স্রা। গীতিকার জানি।

View this post on Instagram

A post shared by Sonu Sood (@sonu_sood)

“এটা আমার প্রথম মিউজিক ভিডিও। আমি যখন ভিডিওর কনসেপ্ট শুনি, তখনই ঠিক করে ফেলি যে আমি এতে আছি। ‘পাগল নেহি হোনা’ গানটি দেশের সেনাবাহিনী এবং তাঁদের প্রেমের মানুষদের উৎসর্গ করা হয়েছে। গানের কথা মানুষের মন ছোঁবে এবং সুনন্দা (গায়িকা) দারুণ গেয়েছে।” বললেন সোনু। আর কোনও মিউজিক ভিডিওতে তিনি থাকছেন কি না এ প্রসঙ্গে সোনু বলেন, “আমার অভিনয়ের কাজগুলো কমিয়ে, দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছি। তবে এ কাজের মাধ্যমে সেনাবাহিনীদের সম্মান জানাতে পেরেছি। আমি আশা করছি, আমাদের দেশের সেনাবাহিনী এই ভিডিওর সঙ্গে যোগস্থাপন করতে পারবে। তাঁরা প্রত্যেকে নিজেদের প্রিয়মানুষদের পিছনে ফেলে যুদ্ধে বেড়িয়ে পড়েন।”

View this post on Instagram

A post shared by Sonu Sood (@sonu_sood)

আগামী ১৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে সোনু সুদ অভিনীত ‘পাগল নেহি হোনা’।