‘ডাক্তাররা যখন জানেনই ওই ইঞ্জেকশনটি কোথাও পাওয়া যাবে না, তখন কেন তা কিনতে বলছেন,’ প্রশ্ন সোনুর
গত বছর লকডাউনের মাঝে পরিযায়ী শ্রমিকদের নির্বিঘ্নে বাড়ি পাঠানো থেকে শুরু করে, বিদেশে আটকে থাকা পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা… সব কিছুই একা হাতে সামলিয়েছেন সোনু।
সোনু সুদ। পৃথিবী তাঁকে চিনেছে ‘মসিহা’ নামে। সাধারণ থেকে সেলেব, গত বছর থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। বন্দক রেখেছেন সম্পত্তি। অক্সিজেন লাগবে? হাজির সোনুর টিম। রেমডিসিভিরের আকাল? সোনু খুঁজে দিচ্ছেন তাও। তবে সম্প্রতি চিকিৎসকদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখেছেন সোনু।
টুইটারে একটি নির্দিষ্ট ইঞ্জেকশনের কথা উল্লেখ করে সোনু লিখেছেন, “ডাক্তাররা যখন জানেনই কোথাও ওই ইঞ্জেকশনটি পাওয়া যাবে না তখন কেন তা রুগীদের কিনতে বলছেন?” তাঁর আরও প্রশ্ন, “হাসপাতালেই যখন ওই ওষুধের আকাল তখন সাধারণ মানুষ কী করে পাবে? এর পরিবর্তে অন্য কিছু ব্যবহার করা যায় না, যা একজন মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করবে?” কোন ইঞ্জিকেশন তা উল্লেখ করেননি সোনু। তবে নেটিজেনদের একাংশের ধারণা Liposomal amphotericin B-এর কথা উল্লেখ করেছেন সোনু, যার বিকল্প এই মুহূর্তে নেই।
আরও পড়ুন– শ্রীময়ীতে ফিরছেন ‘জুন আন্টি’
One simple question: When everyone knows a particular injection is not available anywhere,why does every doctor recommends that injection only? When the hospitals cannot get that medicine then how will a common man get? Why can’t v use a substitute of that medicine &save a life?
— sonu sood (@SonuSood) May 18, 2021
গত বছর লকডাউনের মাঝে পরিযায়ী শ্রমিকদের নির্বিঘ্নে বাড়ি পাঠানো থেকে শুরু করে, বিদেশে আটকে থাকা পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা… সব কিছুই একা হাতে সামলিয়েছেন সোনু। সরেজমিনে মেপে তদারকি করেছেন খুঁটিনাটি প্রতিটি বিষয়ের। আর দেশবাসীও অচিরেই ভালবেসে ফেলেছে সিনেমার ‘খলনায়ক’ সোনুকে। এ বছরেও করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার সময়েও প্রথম থেকেই সক্রিয় সোনু। যদিও এর মধ্যেও নেটমাধ্যমে ট্রোল, মিমের শিকার হয়েছেন তিনি। কেউ বলেছেন টাকা নয়ছয় করেছেন তিনি, আবার কেউ বা বলছেন জোর করে কৃতিত্ব আদায় করতে চাইছেন সোনু। তবে এ সবে বিশেষ পাত্তা না দিয়ে নিজের কাজটুকু করে যেতে চান সোনু সুদ, এক সাক্ষাৎকারে সে কথা নিজেই জানিয়েছেন তিনি।