প্রায় ২০০০ স্ক্রিনে মুক্তি পাবে ‘সূর্যবংশী’! জেনে নিন মাল্টিস্টারার ছবির রিলিজ ডেট

প্রায় ২০০০টি স্ক্রিনে মুক্তি পেতে পারে ‘সূর্যবংশী’। দর্শকদের সিনেমাহলে ফেরাতে উদ্যোগ নিয়েছে গোটা ‘সূর্যবংশী’ টিম। এবং এ উদ্যোগে যদি তাঁরা সফল হয় তাহলে আরও বড় বাজেটের ছবির জন্য এক নতুন পথ দেখাবে বলে বিশ্বাস ছবি সমালোচকদের।

প্রায় ২০০০ স্ক্রিনে মুক্তি পাবে ‘সূর্যবংশী’! জেনে নিন মাল্টিস্টারার ছবির রিলিজ ডেট
‘সূর্যবংশী’।
Follow Us:
| Updated on: Feb 08, 2021 | 6:56 PM

পরিচালক রোহিত শেট্টি এবং রিলায়েন্স কমিউনিকেশেন, অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’ ছবিকে সিনেমাহলে রিলিজের চেষ্টা চালাচ্ছিলেন। এগজ়িবিটরের সঙ্গে নিয়মিত আলোচনাও চালাচ্ছে নির্মাতারা। রোহিত শেট্টি পরিচালিত এবং অক্ষয় কুমার, অজয় দেবগণ এবং রণবীর সিং অভিনীত ছবি ‘সূর্যবংশী’ সিনেমাহলে রিলিজের অপেক্ষায় ছিল। কথাও ছিল গুড ফ্রাইডে কিংবা দোলের সময় রিলিজও হতে পারে ছবি।

 

 

তবে বলিউডে এল নতুন খবর, মে-জুনে রিলিজ হতে পারে বহু প্রতীক্ষিত ছবি। বেশ কিছু দিন ধরেই পরিচালক এবং প্রযোজনা সংস্থা ছবি রিলিজ নিয়ে দেশের মাল্টিপ্লেক্স-সিঙ্গল স্ক্রিন অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন। সূত্রের খবর ছিল, “রোহিত বরাবর বড় পর্দার বিনোদনে বিশ্বাসী এবং এ কারণে ওটিটি প্ল্যাটফর্মের একাধিক অফার থাকা সত্ত্বেও গোটা এক বছর ধরে তিনি সিনেমাহলের ছবি মুক্তির অপেক্ষায় ছিলেন। আজও, একটি নয় দু’দুটি ওটিটি প্ল্যাটফর্মের থেকে বড় অফার তাঁর কাছে রয়েছে। তবে তিনি চান পুলিশদের নিয়ে এই ফিল্ম সিনেমাহলেই মুক্তি পাক যেন এগজ়িবিটররাও ব্যবসা করতে পারেন।”

 

 

প্রায় ২০০০টি স্ক্রিনে মুক্তি পেতে পারে ‘সূর্যবংশী’। দর্শকদের সিনেমাহলে ফেরাতে উদ্যোগ নিয়েছে গোটা ‘সূর্যবংশী’ টিম। এবং এ উদ্যোগে যদি তাঁরা সফল হয় তাহলে আরও বড় বাজেটের ছবির জন্য এক নতুন পথ দেখাবে বলে বিশ্বাস ছবি সমালোচকদের।