নিম্নাঙ্গে অস্ত্রোপচার হয়েছে অনন্যার? শুরু আলোচনা
পাঁচ বছর ধরে বলিউডে কাজ করছেন অনন্যা পান্ডে। না, শরীর নিয়ে কোনওদিনই খুশি ছিলেন না তিনি। শুনতে হয়েছে অপমান। বলা হয়েছে ‘ফ্ল্যাট বডি’। এবার কি সেই কারণেই শরীরে বড় পরিবর্তন আনলেন অনন্যা? নিম্নাঙ্গে করালেন অস্ত্রোপচার?
পাঁচ বছর ধরে বলিউডে কাজ করছেন অনন্যা পান্ডে। না, শরীর নিয়ে কোনওদিনই খুশি ছিলেন না তিনি। শুনতে হয়েছে অপমান। বলা হয়েছে ‘ফ্ল্যাট বডি’। এবার কি সেই কারণেই শরীরে বড় পরিবর্তন আনলেন অনন্যা? নিম্নাঙ্গে করালেন অস্ত্রোপচার? সম্প্রতি এক বডিকন পোশাক পরে নিজের ছবি দিয়েছিলেন অনন্যা। সেই ছবি দেখেই এমন প্রশ্ন মনে আসছে নেটিজেনদের? তাঁদের দাবি, নিতম্বে অস্ত্রোপচার করিয়েছেন অনন্যা। অবশ্য এই বিতর্কে অনন্যার পাশেও দাঁড়িয়েছেন কেউ কেউ। তাঁদের দাবি, “অনন্যা অস্ত্রোপচার করাননি। ক্যামেরা অ্যাঙ্গল থেকে শুরু করে পোশাকের কারণেই মনে হচ্ছে তিনি অস্ত্রোপচার করিয়েছেন।” যদিও এই বিতর্কে নীরব অনন্যা। তিনি এ নিয়ে একবারেই মুখ খোলেননি।
মাত্র ১৮ বছর বয়সে বলিউডে ডেবিউ হয়েছিল অনন্যা পান্ডের। যদিও প্রথম ছবিতে দর্শকের মন জয় করতে ব্যর্থ হন তিনি। বরং নেপোটিজমের অভিযোগ ওঠে। চাঙ্কি পান্ডের মেয়ে বলেই কাজ পেয়েছেন তিনি– মনে করা হয় এমনটাই।