আজ থেকে শুরু শ্রাবন্তীর নতুন অধ্যায়, ‘উত্তর কলকাতাতেই আমরা…’
Srabanti Chatterjee: অনেকদিন আগেই খবর সামনে এসেছিল। কিন্তু কবে যে সেই বিশেষ দিনটা হাজির হবে তা নিয়ে ধন্দে ছিলেন সকলেই। অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ভক্তরাও। অবশেষে সেই শুভদিন আগত।
অনেকদিন আগেই খবর সামনে এসেছিল। কিন্তু কবে যে সেই বিশেষ দিনটা হাজির হবে তা নিয়ে ধন্দে ছিলেন সকলেই। অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ভক্তরাও। অবশেষে সেই শুভদিন আগত। আজ থেকেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন শ্রাবন্তী। শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় শুরু হল ‘ম্যাগনাম ওপাস’ দেবী চৌধুরানীর শুটিং, যে ছবি নিয়ে শুধু এই বাংলাতেই নয়, সারা দেশই তাকিয়ে রয়েছে। আদপে বাংলার কাস্ট নিয়ে তৈরি হলেও এই ছবি প্যান ইন্ডিয়া মুক্তি পাবে। শুধু তাই নয় বঙ্কিমচন্দ্রের কাল্ট উপন্যাসকে কেন্দ্র করে তৈরি এই ছবির বাজেটও যে কোনও বাংলা ছবির বাজেটের থেকে বহুগুণ এগিয়ে। প্রযোজকও এ দেশের নন। সব মিলিয়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক শুভ্রজিতের এটি যে ড্রিম প্রজেক্ট হতে চলেছে তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।
এ দিন অর্থাৎ শনিবার থেকেই শুরু হল ছবির শুটিং। এর আগে ঠিক ছিল গত বছরের শেষের দিকে শুরু হবে শুটিং। যদিও পরবর্তীতে তা পিছিয়ে যায়। নামভূমিকাতেই দেখা যাবে শ্রাবন্তীকে। অন্যদিকে ভবানী পাঠকের চরিত্রের রয়েছেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এ দিন ছবির শুটিংয়ের ফাঁকেই টিভিনাইন বাংলার সঙ্গে কথা বলেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। তিনি বলেন, “উত্তর কলকাতাতে হচ্ছে আমাদের শুটিংটা। গোটা টিমই খুবই উত্তেজিত।” অন্যদিকে শ্রাবন্তীও সকাল সকাল চলে এসেছিলেন শুটিং স্পটে। নিজেকে দেবী চৌধুরানী করে তুলতে কম পরিশ্রম করতে হয়নি তাঁকে। নিয়মিত জিমে গিয়ে করতে হয়েছে কসরৎ। ঝরাতে হয়েছে ওজন। এ ছাড়াও শিখতে হয়েছে অসিচালনা ও ঘোড়ায় চড়া।
তবে দিনের শেষে জনতাই জনার্দন। উপন্যাস নিয়ে ছবি করলে চুলচেরা বিশ্লেষণ হয়েই থাকে। দিনের শেষে দর্শকের কাছে এই ছবি কতটা মনোগ্রাহী হয়ে ওঠে এখন সেটাই দেখার।