‘আমরা বাবা ভেতো বাঙালি…’, কাঞ্চনের কোন স্পেশাল রেসিপি শেয়ার করলেন শ্রীময়ী?
সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী একটি ভিডিও পোস্ট করে এবার সেই রহস্য ভেদ করলেন। যেখানে দেখা যায় কাঞ্চন মল্লিক মাটিতে বসে পাত পেরে খাচ্ছেন এবং তাঁর সামনে নানা ধরনের খাবারের বাটি সাজানো। জানেন এদিন কী মেনু ছিল সেলেবজুটির পাতে?

মার্চ মাস থেকেই বেড়েছে গরমের দাপট। এপ্রিল ঢোকার আগেই সূর্যের তাপে নাজেহাল সাধারণ মানুষ। কোথাও তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে, আবার কোথাও ৪০ ছুঁই ছুঁই! এমন গরমে নিজেদের ঠান্ডা রাখতে কীভাবে খাবার খাচ্ছেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ? সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী একটি ভিডিও পোস্ট করে এবার সেই রহস্য ভেদ করলেন। যেখানে দেখা যায় কাঞ্চন মল্লিক মাটিতে বসে পাত পেরে খাচ্ছেন এবং তাঁর সামনে নানা ধরনের খাবারের বাটি সাজানো। জানেন এদিন কী মেনু ছিল সেলেবজুটির পাতে?
এদিন শ্রীময়ী ক্যামেরার পেছন থেকে জানান, “এটা হচ্ছে কাঞ্চনের স্পেশ্যাল রেসিপি।” কাঞ্চন নিজেই তাঁর খাবারের মেনু প্রসঙ্গে বললেন, “আজকের মেনুতে ছিল পান্তা ভাত, পান্তা ভাতের জল, কাঁচা পোস্ত বাটা, গন্ধরাজ লেবু, পাতি লেবু, আলু ভাজা শুকনো লঙ্কা দিয়ে, ডালের বড়া, আর পান্তা ভাতের জল আলাদা করে গন্ধরাজ লেবুর রস চিপে দিয়েছি।”
View this post on Instagram
শ্রীময়ী আরও বলেন, শুধু তাঁরা দুজনেই নয়, তাঁদের বাবা-ও এই খাবার খেয়েছেন। তিনি বলেন, “এই যে বসে বসে বাবা খাচ্ছে, যে কিনা কখনও পান্তা ভাত খায়নি, আজ সে বলছে সলিড মেখেছে।” গরমের এই স্পেশ্যাল ভিডিও পোস্ট করে শ্রীময়ী লেখেন, “আমরা বাবা ভেতো বাঙালি, এই বেশ ভাল আছি।”





