বাংলাদেশে মুক্তি পাচ্ছে না সৃজিতের ‘পদাতিক’, তালিকায় আর কোন ছবি?
Exclusive Padatik Release In Bangladesh Gets Postponed: বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী রয়েছেন ছবিতে। ওপারে ছবি মুক্তি পাবে না, তা হতেই পারে না। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে ১৬ অগস্ট ওদেশে ছবি মুক্তির যাবতীয় পরিকল্পনা বাতিল করেছেন প্রযোজক ফিরদৌসুল হাসান।
স্নেহা সেনগুপ্ত
মৃণালের সেনের ১০০তম জন্মদিন উপলক্ষে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তৈরি করেছিলেন ‘পদাতিক’ ছবিটি। ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। দিন দুই আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ভারতে ছবি মুক্তি পাবে ১৫ অগস্ট। আর বাংলাদেশে? বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী রয়েছেন ছবিতে। ওপারে ছবি মুক্তি পাবে না, তা হতেই পারে না। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে ১৬ অগস্ট ওদেশে ছবি মুক্তির যাবতীয় পরিকল্পনা বাতিল করেছেন প্রযোজক ফিরদৌসুল হাসান।
বাংলাদেশের ইন্টারনেট মারফত যোগাযোগের ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। এই মুহূর্তে ওপারের কোনও সিনেমার তারকার সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ১০ না হলে ১১ অগস্ট এপারে আসার কথা অভিনেতা চঞ্চল চৌধুরীর। উপলক্ষ, ১৫ অগস্ট ‘পদাতিক’-এর মুক্তি। কিন্তু ওপারে? প্রযোজক ফিরদৌসুল হাসান বলেন, “১৬ অগস্ট বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল ‘পদাতিক’-এর। কিন্তু এখন আমরা ওই তারিখে ওদেশে ছবি রিলিজ় করতে পারছি না। এটা সিনেমা রিলিজ় করার সময়ও নয়। পরে একটা ডেট ঠিক হবে পরিস্থিতি স্বাভাবিক হলেই।” আরও বেশি কিছু বাংলাদেশি ছবির মুক্তি আটকে গিয়েছে। যেমন-‘জংলি’, ‘নন্দিনী’, ‘নীলচক্র’।
এই মুহূর্তের খবর, দেশ ছেড়েছেন শেক হাসিনা। ঢাকা থেকে আগরতলায় এসেছেন তিনি। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তাফাও দিয়েছেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা। বাংলাদেশে এখন তোলপাড় পরিস্থিতি। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত।