সুশান্তকাণ্ডে এনসিবির জালে আরও এক মাদক পাচারকারী, খুলবে জট?

গত বছর ১৪ জুন নিজের আবাসনে ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। তাঁর মৃত্যু তদন্তে একে একে শামিল হয়, মুম্বই পুলিশ । বিহার পুলিশ এমনকি ইডি, সিবিআই এবং এনসিবিসহ তিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও। সেই মামলার তদন্ত এখনও চলছে।

সুশান্তকাণ্ডে এনসিবির জালে আরও এক মাদক পাচারকারী, খুলবে জট?
সুশান্ত সিং রাজপুত।
Follow Us:
| Updated on: May 08, 2021 | 8:03 PM

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহসে এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর) জালে ধরা পড়ল আরও এক মাদক পাচারকারী। অভিযুক্তের নাম হেমাল শাহ। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, এ দিনই তাঁকে আদালতে পেশ করা হয়েছে।

এনসিবি সূত্রে খুবর, শাহকে ধরার জন্য ফাঁদ পাতে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই ফাঁদে পা দেন হেমাল। এর পরেই গোয়াতে গ্রেফতার হন তিনি। এনসিবি কর্তাদের অনুমান, হেমালকে জেরা করেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে বলিউডে মাদক মামলায় খুলতে পারে জট।

আরও পড়ুন-‘…হাতে এত কাটা দাগ কেন’, রক্তদানের ছবি পোস্ট করতেই স্বস্তিকাকে প্রশ্ন নেটিজেনের, অভিনেত্রীর উত্তর…

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে সঙ্গেই বলিউডের মাদক যোগ প্রকাশ্যে আসে। উঠে আসে সুশান্তের প্রেমিকা রিয়া এবং তাঁর ভাই শৌভিকের নামও। মাদক কাণ্ডে গত বছর ৪ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় সৌভিককে। অন্য দিকে ৮ সেপ্টেম্বর গ্রেফতার হন রিয়া নিজেই। বাইকুল্লা জেলে ২৮ দিন কাটিয়ে জামিন পান তিনি। সৌভিক জামিন পান ডিসেম্বরে। মাদক যোগে এনসিবি’র দফতরে ডাক পড়েছে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কপূর এবং অর্জুন রামপান সহ বলিউডের হেভিওয়েট নামেদেরও।

গত বছর ১৪ জুন নিজের আবাসনে ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। তাঁর মৃত্যু তদন্তে একে একে শামিল হয়, মুম্বই পুলিশ । বিহার পুলিশ এমনকি ইডি, সিবিআই এবং এনসিবিসহ তিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও। সেই মামলার তদন্ত এখনও চলছে।