কবে মা হবেন বাংলা সিরিয়ালের স্পষ্টবক্তা শ্রুতি দাস?

Sruti Das: সংসার গোছাচ্ছেন অভিনেত্রী শ্রুতি দাস। কিনেছেন এমন এক ফ্ল্যাটবাড়ি, যাঁর দোতলায় তাঁর বাবা-মা, তিনতলায় তিনি ও স্বর্ণেন্দু। ফ্ল্যাটের অন্দরমহল সাজানোর কাজ চলছে, তাই ভাড়াবাড়িতে থাকছেন তারকা জুটি। ফ্ল্যাটে গেলে দোতলা-তিনতলা মিলিয়েই থাকেন। শ্রুতি জানালেন কবে মা হবেন তিনি।

কবে মা হবেন বাংলা সিরিয়ালের স্পষ্টবক্তা শ্রুতি দাস?
শ্রুতি দাস।
Follow Us:
| Updated on: Aug 08, 2024 | 5:00 PM

আইনিভাবে বিয়েটা সেরে ফেলেছেন বাংলা ছোটপর্দার অভিনেত্রী শ্রুতি দাস ও সিরিয়াল পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। রুপোর গয়নায় সেজে রেজিস্ট্রির কাগজপত্রে সই করেছিলেন তাঁরা। সব ছবি শেয়ার করেছিলেন সোশাল মিডিয়ার পাতায়। শ্রুতি কিনেছেন এমন এক ফ্ল্যাটবাড়ি, যাঁর দোতলায় তাঁর বাবা-মা, তিনতলায় তিনি ও স্বর্ণেন্দু। ফ্ল্যাটের অন্দরমহল সাজানোর কাজ চলছে, তাই ভাড়াবাড়িতে থাকছেন তারকা জুটি। ফ্ল্যাটে গেলে দোতলা-তিনতলা মিলিয়েই থাকেন। শ্রুতি জানালেন কবে মা হবেন তিনি।

‘দিদি নম্বর ওয়ান’ খেলতে গিয়েছিলেন শ্রুতি। তখনই শোয়ের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে (অভিনেত্রী ও হুলগীর তৃণমূল সাংসদ) বলেন, কবে সন্তানের জন্ম দেবেন। সদ্য ফ্ল্যাট কিনেছেন শ্রুতিরা। প্রচুর খরচ করেছেন সেই ফ্ল্যাটবাড়িতে। ফলে সেই ধাক্কা সামলে ২০২৫ সালেই সামাজিক বিয়েটা সারবেন। ২০৩০ সালে মা হওয়ার পরিকল্পনা করেছেন শ্রুতি।

চিরকালই স্পষ্টবক্তা শ্রুতি দাস। তাঁর গায়ের রং উজ্জ্বল কৃষ্ণবর্ণ। গায়ের রং নিয়ে অনেক কটাক্ষ সহ্য করেছিলেন একটা সময় পর্যন্ত। কিন্তু মুখ বুজে থাকেননি কোনওদিনই। প্রতিবাদ করেছেন। হয়ে উঠেছেন প্রতিবাদের মুখও। সেই শ্রুতি এখন ঘরকন্যায় মন বসিয়েছেন। ভালবাসার মানুষের হাতটা ধরেছেন শক্ত করে।