Albert Kaboo: কোলের সন্তানের মৃত্যু, বিপর্যয় ‘সারেগামাপা’র অ্যালবার্ট কাবোর পরিবারে 

 Albert Kaboo: সারেগামাপা দেখেছেন যাঁরা তাঁদের কাছে পরিচিত মুখ অ্যালবার্ট কাবো। ট্যুরিস্ট গাইড হিসেবে জীবিকা নির্বাহ করা শুরু করলেও তাঁর সুরেলা কণ্ঠ সঙ্গীতের মঞ্চে পরিচিত পেতে খুব একটা দেরি করেনি।

 Albert Kaboo: কোলের সন্তানের মৃত্যু, বিপর্যয় 'সারেগামাপা'র অ্যালবার্ট কাবোর পরিবারে 
শোকাহত 'সারেগামাপা' খ্যাত অ্যালবার্ট কাবো
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2023 | 4:00 PM

 

সারেগামাপা দেখেছেন যাঁরা তাঁদের কাছে পরিচিত মুখ অ্যালবার্ট কাবো। ট্যুরিস্ট গাইড হিসেবে জীবিকা নির্বাহ করা শুরু করলেও তাঁর সুরেলা কণ্ঠ সঙ্গীতের মঞ্চে পরিচিত পেতে খুব একটা দেরি করেনি। প্রথম না হতে পারলেও তাঁর লড়াই দেখেছিল গোটা বাংলা। একরত্তি মেয়েকে নিয়ে দর্শকাসনে বসে থাকা তাঁর স্ত্রী পূজার লড়াইও চোখ এড়ায়নি কারও। কাবো-পূজার জীবনে আচমকাই ছন্দপতন। চলে গেল তাঁদের একরত্তি মেয়ে ইভলিন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল সে। মেয়ের অসুস্থতার খবর নিজেই জানিয়েছিলেন কাবো। চিকিৎসাও চলছিল। কিন্তু না, শেষরক্ষা হল না।

মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে কাবো লেখেন, “আমাদের গল্পটা শেষ হয়ে গেলেও সফরনামার ইতি এখানেই নয়। আমাদের জীবনের সবচেয়ে সুন্দর গানটা তুমিই গেয়েছিলে। তুমি সেই ধ্রুবতারা যে আমাদের জীবনকে চালনা করে নিয়ে যাবে। ওই ওখানে অনেক ভাল থেকো। শান্তিতে ঘুমাও ইভলিন লেপচা।” খবরটার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না কাবোর ভক্তরা। ভেঙে পড়েছেন তাঁরাও। সন্তান হারানোর বেদনা যে কতটা নির্মম তা বুঝতে পেরেই এই কঠিন সময়ে কাবোর পাশে সকলেই। তিনি দ্রুত এই শোক কাটিয়ে উঠুন, এননটাই চাইছেন তাঁরা। অল্প কয়েকদিনের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান কাবো। তাঁর পাহাড়ের গানের সঙ্গে দর্শক খুঁজে পায় একাত্মতা। মহিলা মহলেও কাবো বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। যদিও তিনি বিবাহিত শুনে মন ভাঙে মহিলা দর্শকদের। সেই সময়েও যদিও স্ত্রীর কথা সগর্বে ঘোষণা করে কাবো বলেন, স্ত্রী না থাকলে তাঁর এতদূর আশা হত না। মেয়ে -স্ত্রীকে নিয়ে গড়ে তোলা এই সুখের সংসারে এ হেন বিপদের রেশ কাটিয়ে উঠুন তিনি। আপাতত এমনটাই চাওয়া সকলেরই।