Bengali Serial TRP: উল্টে গেল পাশা, ভাঙল ‘মিঠাই’য়ের এতদিনের রেকর্ড!

বিগত বেশ কিছু মাস ধরে মিঠাই ছিল অপ্রতিরোধ্য। ২০২১ জুড়ে টিআরপি'র রাশ ছিল তারই হাতে। তবে ২০২২-এ স্টার জলসার ভাগ্যের শিকে ছিঁড়েছে। একের পর এক নতুন ধারাবাহিক এনেছে কর্তৃপক্ষ আর তাতেই যেন হয়েছে বাজিমাত।

Bengali Serial TRP: উল্টে গেল পাশা, ভাঙল 'মিঠাই'য়ের এতদিনের রেকর্ড!
উল্টে গেল টিআরপির পাশা, ভাঙল 'মিঠাই'য়ের এতদিনের রেকর্ড!
Follow Us:
| Edited By: | Updated on: Feb 03, 2022 | 3:31 PM

ভয় জমছিল মিঠাই ভক্তদের মনে। অবশেষে ভয়ই হল সত্যি! এত মাসের রেকর্ড গেল ভেঙে। টিআরপি’র একচ্ছত্র মুকুট আর রইল না মিঠাইয়ের কাছে। এক আসনে জায়গা করে নিল গাঁটছড়া ও আলতা ফড়িং স্টার জলসার এই দুই ধারাবাহিক। বৃহস্পতিবার টিআরপি’র তালিকা প্রকাশ পেতেই দেখা গেল, ৯.৮ পয়েন্ট পেয়ে মিঠাই প্রথম স্থানে থাকলেও ওই একই নম্বর পেয়ে প্রথম স্থানে চলে এসেছে আরও দুই নতুন ধারাবাহিক গাঁটছড়া ও আলতা ফড়িং। দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক মনফাগুন। গানের লড়াই জমে গিয়ে লালন-ফুলঝুরির কেমিস্ট্রির সংগ্রহে ৯.৩।

এখানেই শেষ নয়, ধারাবাহিক ভাবে কমেছে উমা ও খুকুমণী হোম ডেলিভারির নম্বর। এই সপ্তাহে খুকুমণীর প্রাপ্ত নম্বর ৮.৪। অন্যদিকে উমা পেয়েছে ৮.৩। এক মাস আগেও ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ছিল ১০-এর উপর। খুকুমণীর ক্ষেত্রেও তাই। যদিও পঞ্চম স্থানে রয়েছে খুকুমণীর স্পেশ্যাল পদ। ষষ্ঠ স্থানে উমা। খুব কম টিআরপিতে শুরু করা ‘আয় তবে সহচারী’ যদিও বিগত বেশ কিছু সপ্তাহ ধরে ত্রাস হয়ে উঠছে টিআরপি তালিকাতে। তার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমূখী। এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ৮.৫।

বিগত বেশ কিছু মাস ধরে মিঠাই ছিল অপ্রতিরোধ্য। ২০২১ জুড়ে টিআরপি’র রাশ ছিল তারই হাতে। তবে ২০২২-এ স্টার জলসার ভাগ্যের শিকে ছিঁড়েছে। একের পর এক নতুন ধারাবাহিক এনেছে কর্তৃপক্ষ আর তাতেই যেন হয়েছে বাজিমাত। উল্টে গিয়েছে পাশা, পাল্টে গিয়েছে সব হিসেব। এখনও পর্যন্ত প্রথম স্থান ধরে রাখলেও জায়গা যে ক্রমশ নড়বড়ে হচ্ছে তা বুঝিয়ে দিচ্ছে টিআরপি’র তালিকাই। ভাগ্য কি একেই বলে?

আরও পড়ুন- Adrit Roy: দীর্ঘ দিনের প্রেম ভাঙল আদৃত রায়ের, ভেস্তে গেল বিয়েও!


এক নজরে সেরা তিন

প্রথম- মিঠাই, আলতা ফড়িং, গাঁটছড়া

দ্বিতীয়- মন ফাগুন

তৃতীয়- ধুলোকণা