Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Devlina Kumar: ১০০ উট পণ দিতে রাজি, ইজিপ্ট থেকে বিয়ের প্রস্তাব আসে দেবলীনার কাছে…

Viral News: উত্তম কুমারের নাতি বলে কথা, গৌরব চট্টোপাধ্যায়কে কি হাতের মুঠোয় পাওয়া এতটা সহজ! বোধহয় না। এমনটাই ভেবেছিলেন প্রথম দেখার পর অভিনেত্রী দেবলীনা কুমার।

Devlina Kumar: ১০০ উট পণ দিতে রাজি, ইজিপ্ট থেকে বিয়ের প্রস্তাব আসে দেবলীনার কাছে...
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 12:33 PM

দেবলীনা কুমার। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। বোল্ড লুক থেকে শুরু করে ফ্যাশন স্টেটমেন্ট, সবেতেই সেরার সেরা তিনি। একের পর এক ভাল কাজ করে সকলের নজর কেড়ে চলেছেন অভিনেত্রী। নাচেও তিনি বেজায় পারদর্শী। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর প্রতিটা পোস্ট। সোশ্যাল মিডিয়ায় বেজায় সক্রিয় এই সেলেব। মাঝে মধ্যেই বিদেশে পাড়ি দিয়ে থাকেন তিনি। তবে সেই বিদেশ ভ্রমণের একটি মজার তাহিনি রয়েছে। দিনি নম্বর ১-এর সেটে এসে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তা শেয়ারও করে নিয়েছিলেন তিনি।

দেবলীনার কথায়, অধিকাংশ বাইরে যাওয়া শুটিং সুত্রে। তবে তাঁর সব থেকে বেশি ভাল লেগেছে ইজিপ্ট। কম বেশি সব মানুষেরই ইজিপ্টের প্রতি এক বিশেষ ঝোঁক থাকে। ইজিপ্টে পিরামিডের সামনে দাঁড়িয়ে ছবি তোলার সুখই আলাদা বলে জানান তিনি। তবে এখানেই শেষ নয়। পাশাপাশি সেখানকার এক মজার কাণ্ডের কথাও এদিন সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন দেবলীনা কুমার। জানিয়েছিলেন, সেভানে যেন কেউ বিশ্বাসই করতে পারে না যে কারও একটা বিয়ে হতে পারে। দেবলীনাকেও দিয়েছিলেন তাঁরা বিয়ের প্রস্তাব।

দেবলীনার বাবাকে জানিয়েছিলেন ১০০টি উট পণ দিয়ে মেয়েকে ঘরে তুলতে চান তাঁরা। দেবলীনার এই কথায় সকলেই অবাক। উত্তম কুমারের নাতি বলে কথা, গৌরব চট্টোপাধ্যায়কে কি হাতের মুঠোয় পাওয়া এতটা সহজ! বোধহয় না। এমনটাই ভেবেছিলেন প্রথম দেখার পর অভিনেত্রী দেবলীনা কুমার। গৌরব চট্টোপাধ্যায় পরিবারের সঙ্গে তাঁর পরিচয় ছিল আগে থেকেই। তিনি গৌরবের বোন, গৌরবের পরিবারের অনেককেই চিনতেন। কিন্তু পথ চলতে দেখা হওয়া গোমরা মুখো ছেলেটির সঙ্গে কখনও কথা বলে উঠতে পারতেন না তিনি। ভাবতেন গৌরভ বেজায় রাগি। যদিও সে কথা এখন আর মানতে রাজি নন তিনি। কারণ একটাই, প্রথম আলাপের পর থেকেই তিনি বুঝেছিলেন গৌরব আর পাঁচজনের মতো ভীষণ সাধারন ভীষণ স্বাভাবিক।