Bengali Serial: টিআরপি কমছে ক্রমশ, মন খারাপ দিব্যজ্যোতির? মুখ খুললেন ‘সূর্য’
Bengali Serial TRP: গত সপ্তাহে চমকে দিয়েছিল ‘জগদ্ধাত্রী’। এক ধাক্কায় ‘অনুরাগের ছোঁয়া’কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল প্রথমে। এই সপ্তাহেও হল ঠিক তাই।

গত সপ্তাহে চমকে দিয়েছিল ‘জগদ্ধাত্রী’। এক ধাক্কায় ‘অনুরাগের ছোঁয়া’কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল প্রথমে। এই সপ্তাহেও হল ঠিক তাই। এবারেও আর টপার হওয়া হল না ‘অনুরাগের ছোঁয়া’র। নম্বর আরও কমল ওই ধারাবাহিকের। এই সপ্তাহে ধারাবাহিকটি পেয়েছে ৭.৭। অন্যদিকে এই সপ্তাহে জগদ্ধাত্রীর প্রাপ্ত নম্বর ৮.২। প্রথম হয়েছে সে, ‘অনুরাগ…’ দ্বিতীয়। পরপর দুই সপ্তাহ মুকুট হারিয়েছে সে। আবারও জ্যাসের অধীনে সাম্রাজ্য। ‘অনুরাগের ছোঁয়া’র নায়ক সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্তের কি মন খারাপ? টিভিনাইন বাংলা প্রশ্ন রেখেছিলেন তাঁর কাছে। কী বললেন তিনি? তাঁর কথায়, “আমাদের আগেও কেউ ছিল, পরেও কেউ থাকবে, পার্ট অব গেম যখন চুনিপান্না হতো, তখন তো ওই ধারাবাহিক স্লট লিডারও ছিল না। কিন্তু আমি নিজে জানতাম ওটা একটা ভাল সিরিয়াল। এক নম্বরে থাকল ভাল, দুই নম্বরে থাকলে ভাল না, সেটা আমি বিশ্বাস করি না।”
এখানেই থামেননি তিনি। আরও বলেন, “আমাকে একদিন একজন বলছে, তুমি তো বাংলার এক নম্বর হিরো। আমি সঙ্গে সঙ্গে বলেছি, ‘কী করে হয়? একটা সিরিয়াল কখনও নির্ধারণ করে না হিরো অথবা হিরোইন এক নম্বর কিনা… এরকম হতে পারে পাঁচ নম্বর ধারাবাহিকের হিরোই শ্রেষ্ঠ।” তাঁর মানে কি দিব্যজ্যোতি প্রতিযোগিতায় বিশ্বাসী নন? সে উত্তরও দিয়েছেন অভিনেতা। তিনি বলেন, “প্রতিযোগিতা আমার নিজের সঙ্গে। আমাকে প্রত্যেকদিন নিজের থেকে ভাল করতে ব্যস, সেটা যদি করতে পারি, তবেই আমি খুশি।”
দু’সপ্তাহ ধরে প্রথম স্থান হারিয়ে ফেললেও ধারাবাহিকটি বেশ প্রিয় দর্শকদের। সূর্য-দীপার রসায়ন বড় প্রিয় দর্শকদের। তাই অনুরাগীরা নিশ্চিত আবারও মুকুট ফিরে পাবেন তাঁরা। টপার হয়ে চমকে দেবেন সকলকে। ইদানিং এক ট্রেন্ড দেখা গিয়েছে টিআরপির অঙ্কে। কোনও ধারাবাহিকই ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি স্থান ধরে রাখতে পারছে না। তবে টিআরপি বড়ই অদ্ভুত। কখন যে কী হয়, তা বলা মুশকিল। আজ যে নেই প্রথম দশেও কাল সে প্রথম হবে না, কে বলতে পারে?





