Divya Agarwal: ‘খবরদার বরুণকে কিছু বলবেন না…’, বিচ্ছেদের দায় নিজের ঘাড়ে নিলেন দিব্যা!
Divya Agarwal: রবিবার সকালে বরুণের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ খবর জানান দিব্যা। তিনি লেখেন, "জীবন যেন এক সার্কাস। সবাইকে ভাল রাখার চেষ্টা জানি। এই মুহূর্তে আমার সঙ্গে যা হচ্ছে তার জন্য আমি কাউকে দোষ দিচ্ছি না। আমি নিঃশ্বাস নিতে চাই। নিজের জন্য বাঁচতে চাই।"
বিচ্ছেদ হয়ে গিয়েছে টেলিপাড়ার জনপ্রিয় জুটি দিব্যা আগরওয়াল ও বরুণ সুদের। এ খবর রবিবারই সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন দিব্যা। সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে উঠে এসেছিল আর এক অভিনেত্রীর নাম। তিনি বাঙালি, কলকাতাতেই জন্ম। নাম মধুরিমা রায়। ইন্ডিয়া’জ নেক্সট টপ মডেল রিয়ালিটি শো থেকেই যিনি কেরিয়ার শুরু করেছিলেন। শোনা যাচ্ছিল মধুরিমার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে তাঁদের। এবার মধুরিমার সঙ্গে বরুণের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রাক্তন প্রেমিকা দিব্যা। একই সঙ্গে বিচ্ছেদের দায় নিলেন কার্যত নিজের কাঁধেই।
গুঞ্জন রটলেও দিব্যা সাফ জানিয়ে দিয়েছেন, যা রটছে তা শুধুই গুজন। শুধু জানিয়ে দেওয়াই নয় যে বা যারা তাঁর প্রাক্তনের চরিত্রের দিকে আঙুল তুলছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন দিব্যা। তিনি লিখেছেন, “বরুণের চরিত্র নিয়ে খবরদার কেউ কিছু বলবে না”। তিনি আরও বলেন, “চরিত্রের জন্যই যে সব বিচ্ছেদ হয় এমন না। আমি নিজে একা থাকার সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে কারও কিছু বলার থাকতে অয়ারে না। এই রকম সিদ্ধান্ত নিতে অনেকখানি সাহস লাগে। সেটিকে শ্রদ্ধা করুন।”
পাশাপাশি মধুরিমাকে ট্যাগ করেও দিব্যা লেখেন, “তুমি সুইটহার্ট। এই নিয়ে তোমার চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। ভালবাসি।” মধুরিমাও পাল্টা লেখেন, “কাল থেকে যে বা যারা আমাকে খারাপ কথা বলে যাচ্ছেন তাঁদের উদ্দেশে জানিয়েছে রাখি দিব্যা ও বরুণ দুজনেই আমার খুব কাছের। তাই শান্তিতে থাকুন”।
রবিবার সকালে বরুণের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ খবর জানান দিব্যা। তিনি লেখেন, “জীবন যেন এক সার্কাস। সবাইকে ভাল রাখার চেষ্টা জানি। এই মুহূর্তে আমার সঙ্গে যা হচ্ছে তার জন্য আমি কাউকে দোষ দিচ্ছি না। আমি নিঃশ্বাস নিতে চাই। নিজের জন্য বাঁচতে চাই। আমি নিজেই সম্পর্কটা থেকে বের হতে চেয়েছি। ও খুব ভাল। সারাজীবন আমার প্রিয় বন্ধুই হয়ে থাকবে বরুণ। আমার সিদ্ধান্তকে দয়া করে শ্রদ্ধা করুন।” একা থাকতে চান দিব্যা। কিন্তু কেন? এই প্রশ্নই এখন বারবার মনে আসছে ওই জুটির ভক্তরা।
আরও পড়ুন- Bappi Lahiri Death: বাপ্পির ইচ্ছেপূরণেই কলকাতায় বাপ্পা, গঙ্গাগর্ভে বিলীন গায়কের শেষ চিহ্নটুকুও
আরও পড়ুন-Bengali Serial Pilu: ‘পিলু’ ধারাবাহিকের সেটে কোন অভিনেতা ‘র্যাগিং’ করেছিলেন মেঘাকে?
আরও পড়ুন-Shane Warne: তাঁর বায়োপিকে কোন অভিনেতাকে দেখতে চেয়েছিলেন ‘ক্রিকেটের বরপুত্র’ শেন ওয়ার্ন?
Dare any one say anything about Varun’s character.. not every separation happens because of character! He is an honest man! It’s my decision to be alone no one has the right to speak anything rubbish ! It takes a lot of strength to take decisions like these in life ! Respect
— Divya Agarwal (@Divyakitweet) March 6, 2022