Sreemoyee: শ্রীময়ীর মেকআপ রুমে লেন্সবন্দি অনিন্দ্য, জুনের ভরপুর রোম্যান্স

জুন গুহ, অনিন্দ্যর অনস্ক্রিন রসায়ন প্রথম দিন থেকেই নজর কেড়েছে দর্শকদের। ক্যামেরার এপারে যতই তাঁদের দাম্পত্য কলহ দেখা যাক না কেন আদতে তাদের সম্পর্ক কিন্তু গুড়ের মতো মিষ্টি।

Sreemoyee: শ্রীময়ীর মেকআপ রুমে লেন্সবন্দি অনিন্দ্য, জুনের ভরপুর রোম্যান্স
জুন-অনিন্দ্য
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2021 | 5:13 PM

চোখে চোখ, হাতে হাত। একে অন্যতে মসগুল। শনিবার দুপুরে এমনই এক রোম্য়ান্টিক মুডে ধরা দিলেন অনিন্দ্য সেনগুপ্ত এবং জুন গুহ। অনিন্দ্যতে বিভোর জুন। একজনের পরনে সবুজ ব্লাউজের সঙ্গে মানানসই শাড়ি সঙ্গে কানে গোঁজা ফুল। অন্যদিকেও অনিন্দ্যও আদ্যপ্রান্ত বাঙালি রূপে। পাজামা আর পাঞ্জাবীতে। আর ব্যাকগ্রাউন্ডে ৭০ দশকের সেই প্রিয় গান। ‘চুরা লিয়া হে তুমনে যো দিলকো।’ অনিন্দ্য, জুনের এই রোম্যান্টিক পারফরমেন্সে জমজমাট ‘শ্রীময়ী’র মেক আপ রুম।

শ্রীময়ী দর্শকদের বরাবরের প্রিয়। জুন আন্টির সঙ্গে যতই টক, ঝাল সম্পর্ক হোক না কেন দর্শকদের, জুন আন্টিকে পর্দায় দেখতে না পেলে তাঁকে বেশ মিসই করে দর্শক। জুন গুহ, অনিন্দ্যর অনস্ক্রিন রসায়ন প্রথম দিন থেকেই নজর কেড়েছে দর্শকদের। ক্যামেরার এপারে যতই তাঁদের দাম্পত্য কলহ দেখা যাক না কেন আদতে তাদের সম্পর্ক কিন্তু গুড়ের মতো মিষ্টি। অনিন্দ্য ওরফে সুদীপ আর জুন অর্থাৎ ঊষসী চক্রবর্তী। ক্যামেরার ওপারে যে তাঁদের সম্পর্ক এক্কেবারে অন্যরকম তার আবারও এক ঝলক পাওয়া গেল।

অভিনেতা, অভিনেত্রীদের দিনের বেশিরভাগ সময়টাই কেটে যায় শুটিংয়ের সেটে, এই মেকআপ রুমে। মেক আপ রুমটাই হয়ে ওঠে তাদের ঘর বাড়ি। আর সেটের সদস্যরা হয়ে ওঠে পরিবার। দিনের এতগুলো ঘণ্টা লাইট, ক্যামেরা, অ্যাকশন শুনতে শুনতে অনেক সময় একঘেঁয়েমি চলে আসে। তখন তো এই মুহূর্তগুলোই রসদ যোগায় কাজ করার। কাজে মনোনিবেশ করার।

আপাতত নতুন সংসার নিয়ে বেশ ব্যস্ত শ্রীময়ী। তার উপর আবার সদ্য একমাত্র মেয়ে দিঠিকে ধুমধাম করে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছে শ্রীময়ী। সেখানেও কম বাধার সম্মুখীন হতে হয়নি তাঁকে। সেখানেও কিছুটা বাড়ির অমতে গিয়েই মেয়ের বিয়ে দিয়েছেন। আর এই পরিস্থতিতে জুন আন্টির ভূমিকা থাকবে না, তা আবার হয় নাকি। এখানেও যতটা সম্ভব চেষ্টা করে গিয়েছেন শ্রীময়ীকে সমস্যায় ফেলার।

তবে যাই ঘটুক না কেন শ্রীময়ী, জুনের এই খট্টা-মিঠা রসায়নই কিন্তু মধ্যবিত্ত বাঙালির সন্ধের মূল আকর্ষণ। মাঝে যে কয়েকটা দিন জুন আন্টি অর্থাৎ ঊষসীকে দেখা যায়নি। সেই কয়েকদিন জুন আন্টিকে বেজায় মিস করছিলেন দর্শক। ঊষসীও অবশ্য খুব মিস করছিলেন সবাইকে।

প্রসঙ্গত, TV9 বাংলাকে তিনি জানান, “শ্রীময়ীর প্রত্যেককেই ভীষণ মিস করছিলাম। জুন আন্টি আমার কাছে এতটাই স্পেশাল যে যত দিন জুনের এই ট্র্যাকটা এক্সিস্ট করবে ততদিন অন্য কিছু শুরুও করতে চাইছি না আমি।” অফার এসেছে তাঁর মানে? “হ্যাঁ, টেলিভিশনের অফার এসেছে। কিন্তু আমার কাছে এই মুহূর্তে ওই চরিত্রটিই এগিয়ে থাকবে।”

আরও পড়ুন:Mimi Chakraborty: আমাদের পুচকিটা ‘মিনি’, ভীষণ ভাল কাজ করছে: মিমি চক্রবর্তী

আরও পড়ুন:Katrina-Vicky: ‘ভিক্যাট’-এর বিয়ের ভেনুর প্রতি রাতের ভাড়ায় ভারত-ভ্রমণ হয়ে যাবে আমজনতার!