Kapil Sharma: ভিডিয়ো করছে কেউ, বুঝতে পেরেই টেবিল থেকে কী লুকোলেন কপিল?

Kapil Sharma: সেলিব্রিটি হওয়ার ঝঞ্ঝাট কম নয়। একটা ছবি, তা ছড়িয়ে পড়লেই সোশ্যাল মিডিয়ায় শুরু হবে একের পর এক ট্রোলিং। আর সেই ট্রোলিং থেকে বাঁচতেই নিজের টেবিলে রাখা একটি জিনিস লুকোতে গিয়েছিলেন কপিল। কিন্তু হায়!

Kapil Sharma: ভিডিয়ো করছে কেউ, বুঝতে পেরেই টেবিল থেকে কী লুকোলেন কপিল?
টেবিল থেকে কী লুকোলেন কপিল?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 11, 2023 | 4:16 PM

সেলিব্রিটি হওয়ার ঝঞ্ঝাট কম নয়। একটা ছবি, তা ছড়িয়ে পড়লেই সোশ্যাল মিডিয়ায় শুরু হবে একের পর এক ট্রোলিং। আর সেই ট্রোলিং থেকে বাঁচতেই নিজের টেবিলে রাখা একটি জিনিস লুকোতে গিয়েছিলেন কপিল। কিন্তু হায়! ক্যামেরায় ধরা পড়ে গেল সবটা। কটাক্ষের থেকে নিস্তার মিলল না কপিলের। কী এমন লুকোতে গিয়েছিলেন কপিল? একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতেই দেখা গিয়েছে, খাবার টেবিলে বসে রয়েছেন কপিল। আচমকাই তিনি লক্ষ্য করেন তাঁকে কেউ রেকর্ড করছে। এর পরেই দেখা যায় টেবিল থেকে কী যেন সরিয়ে দিলেন তিনি। হাতের মধ্যে মুঠো করে তা রাখলেন সোফার পিছনে। কপিল কী লুকিয়েছিলেন জানেন? তা আর কিচ্ছু নয়, একটি সিগারেটের প্যাকেট। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইয়া কপিলেরও অজানা নয়। তা সত্ত্বেও ধূমপান করেন তিনি। জনগণ যদি তা জেনে যায়, তবে তাঁকে নিয়ে উড়ে আসবে নানা কথা, তা বুঝতেই পেরেছিলেন এই কৌতুকশিল্পী, কিন্তু বুঝেই বা কী লাভ! সবটাই যে এখন ভাইরাল। যদিও এই কাণ্ডের পর নেটপাড়া এখন দুই মতে বিভক্ত। ধূমপায়ী হওয়ার জন্য কেউ যেমন তাঁকে তুলোধনা করেছেন অন্যদিকে কেউ কেউ কপিলকে নিজের মতো করে জীবন উপভোগ করার জন্য দিয়েছে ছা্ড়পত্র। তাঁদের মতে, “তিনি একজন প্রাপ্তবয়স্ক। জীবনকে উপভোগ করার অধিকার তাঁর রয়েছে, জীবনের ভাল মন্দ সম্পর্কেই তিনি ওয়াকিবহাল। তবে কেন এই নীতিপুলিশি?

Did you Guys see the way Kapil Sharma hid the packet of Cigarettes ! by u/The_Cruxz in BollyBlindsNGossip

ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় কপিল শর্মা। জনপ্রিয় তাঁর শো ‘কমেডি নাইটস উইদ কপিল’। শো না বলে পরিবার বলাই ভাল। বিভিন্ন সাক্ষাৎকারে বহু বছর ধরে চলা ওই শো’কে পরিবারের সঙ্গেই তুলনা করে এসেছেন কপিল। সলমন খান থেকে শাহরুখ খান– বিভিন্ন সময়ে বারংবার ওই শো’য়ে এসেছেন প্রথম সারির অভিনেতারা। সম্প্রতি ওই শো নিয়েই বিস্ফোরক মন্তব্য করেছিলেন র‍্যাপার রাফতার। তাঁর মতে, কপিলের ওই শো আদপে শো-অফ ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেছিলেন, “আসলে কী হয়, আমি একটা কাজ করলাম। তারপর কপিলের শো’য়ের আমন্ত্রণ পেলাম। আর ওখানে যাওয়া মানেই প্রমাণ করা যায় যে আমরা বিরাট কিছু একটা করে ফেলেছি।” এখানেই থামেননি রাফতার। কপিলের ওই শো’কে ‘শোশেবাজি’ বলেও উল্লেখ করেছেন তিনি। শোশেবাজির বাংলা তর্জমা করলে দাঁড়ায়, নিজেকে নিজেই বোকা বানানো। তিনি বলেন, “জনতার সামনে সম্মান বেড়ে যায়। নিজেকে অনেক বড় লাগে। এমনকি বাবা-মাও যখন দেখে তখন মনে হয়, ওরে বাবা ছেলেমেয়ে তো কপিলের শো’তে গিয়েছে। এই জগতে এর কোনও মানে নেই।” যদিও রাফতারের এই মন্তব্যের পাল্টা উত্তর দিতে দেখা যায়নি কপিলকে। এমনকি সিগারেটের ছবি ফাঁস হওয়ার পরেও তা নিয়ে আর কোনও মন্তব্য করতে দেখা যায়নি তাঁকে।