Amitabh Bachchan: সুন্দরী মহিলা দেখেলেই অমিতাভের পক্ষপাত, ‘অভিযোগ’ খোদ কপিল শর্মার!
প্রসঙ্গত, গত নভেম্বরেই কেবিসিতে হাজির হয়েছিলেন কপিল। সঙ্গে ছিলেন সোনু সুদ। পুরস্কার মূল্য হিসেবে তিনি ও সোনু সুদ জিতেছিলেন ২৫ লক্ষ টাকা।
সুন্দরী মহিলা দেখলেই নাকি বদলে যায় বিগ-বির প্রশ্ন। পুরুষদের জন্য নাকি আবার অন্য ব্যবস্থা। অমিতাভ বচ্চনের নামে বড় অভিযোগ কপিল শর্মার। অভিযোগ না বলে বোধহয় অনুযোগ বলাই ভাল। ঠিক কী হয়েছে?
কপিল শর্মার শো’য়ে হাজির হয়েছিলেন সচিন খেড়কর, সোনালি কুলকর্ণী, রবি কিষানসহ অভিনেতারা। এক সিরিজের প্রচারে এসেছিলেন তাঁরা। অমিতাভ বচ্চনের শো কউন বনেগা ক্রোড়পতির মরাঠি ভার্সনের সঞ্চালক সচিন। সেই উপলক্ষেই কপিল শর্মাকে বলতে শোনা যায়, “আমি বহুবার কেবিসিতে গিয়েছি। অমিতজির গলা শুনেই পেটের ভিতরটা কেমন করতে থাকে। তবে আমি একটা জিনিস লক্ষ করেছি, ধরুন সোনালির মতো সুন্দরী কোনও মহিলা অংশ নিলেই অমিতাভ বচ্চন তাঁকে জিজ্ঞাসা করেন, ‘গোলাপ ফুলের রঙ কী”? অন্যদিকে আমার মতো কেউ অংশ নিলেই তাঁকে প্রশ্ন করেন, ‘হুমায়ুন কবে এসেছিলেন’?
এখানেই থামেননি কপিল। হাসতে হাসতে কপিল আরও বলেন, “যদি সেই প্রশ্নের উত্তর দিয়েও দিই তাও বচ্চন সাবের প্রশ্ন শেষ হয় না। তিনি জিজ্ঞাসা করতেই থাকেন, ‘হুমায়ুন কেন এসেছিলেন, কটার সময় এসেছিলেন’? কপিলের কথা শুনে হাসি চেপে রাখতে পারেননি তাঁর টক শো’র অতিথিরাও। প্রসঙ্গত, গত নভেম্বরেই কেবিসিতে হাজির হয়েছিলেন কপিল। সঙ্গে ছিলেন সোনু সুদ। পুরস্কার মূল্য হিসেবে তিনি ও সোনু সুদ জিতেছিলেন ২৫ লক্ষ টাকা।
View this post on Instagram