Madhubani Goswami: ‘গিরিধারি গোপাল’, ছেলেকে কেন এ ভাবে সম্বোধন করলেন মধুবনী?

Madhubani Goswami: আসলে মধুবনী এবং তাঁর স্বামী তথা অভিনেতা রাজা গোস্বামী কৃষ্ণ ভক্ত। এর আগে বহু পোস্টে সেই উল্লেখ রেখেছেন দম্পতি। তাই একমাত্র পুত্র সন্তান তাঁদের কাছে আদরের গোপাল।

Madhubani Goswami: ‘গিরিধারি গোপাল’, ছেলেকে কেন এ ভাবে সম্বোধন করলেন মধুবনী?
ছেলের সঙ্গে মধুবনী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2021 | 7:14 AM

কয়েক মাস আগে মা হয়েছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। সদ্য ছেলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করলেন তিনি। ক্যাপশনে লিখেছেন, হ্যাপি সেভেন মান্থস্ মাই গিরিধারি গোপাল। অর্থাৎ সাত মাস বয়স হল তাঁর ছেলের। ছবির সঙ্গে ‘জয় কৃষ্ণ’, ‘জয় শ্রী রাম’, ‘রাধে রাধে’-র মতো হ্যাশট্যাগ ব্যাবহার করেছেন তিনি।

আসলে মধুবনী এবং তাঁর স্বামী তথা অভিনেতা রাজা গোস্বামী কৃষ্ণ ভক্ত। এর আগে বহু পোস্টে সেই উল্লেখ রেখেছেন দম্পতি। তাই একমাত্র পুত্র সন্তান তাঁদের কাছে আদরের গোপাল। মধুবনী আগেও সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, আমার দুর্গা পূজা। আমার লক্ষী পূজা। আমার নিত্যদিন। শুধুই গোপাল সেবা। সে কারণেই ছেলেকে আদর করে এ ভাবে সম্বোধন করেন তিনি।

গত দুর্গাপঞ্চমীতে ছেলের ছ’মাস বয়সে অন্নপ্রাশনের ব্যবস্থা করেন দম্পতি। সোশ্যাল মিডিয়ায় সপরিবার একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। সবুজ বেনারসী, লাল ব্লাউজ, শাঁখা, পলা, সিঁদুরের টিপে ট্র্যাডিশনাল সেজেছিলেন অভিনেত্রী। একেবারেই ঘরোয়া লুকে ছিলেন রাজাও। লাল পাঞ্জাবি, ঘিয়ে রঙা ধুতিতে ছোট্ট কেশবও সেজেছিল। ছেলেকে কোলে নিয়ে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘কেশবের অন্নপ্রাশন। শুভ মহাপঞ্চমী’। এর আগেই মধুবনী জানিয়েছিলেন, প্যানডেমিক পরিস্থিতিতে বড় আয়োজন করে ছেলের অন্নপ্রাশন সম্ভব নয়। কারণ এখনও পর্যন্ত সকলের সুরক্ষা তাঁদের কাছে প্রায়োরিটি। তাই একেবারেই ঘরোয়া ভাবে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ছেলের অন্নপ্রাশনের আয়োজন করেছিলেন তাঁরা।

কিছুদিন আগে কেশবের একটি ছোট্ট ভিডিয়ো ফেসবুকে শেয়ার করেছেন মধুবনী। সকলে চাইছিলেন বলে ওই ভিডিয়ো তিনি শেয়ার করেছেন বলে জানিয়েছেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, কেশব ক্যামেরা দেখে অত্যন্ত আনন্দিত। নাম ধরে ডাকার পর ক্যামেরার দিকেই তাকাচ্ছে সে। তবে নজর কেড়েছিল তার চুলের স্টাইল! এতটুকু বয়সেই কেশবের চুলে স্পাইক করিয়ে দিয়েছিলেন মধুবনী। কেশবের মুখ আড়াল করে ছবি পোস্ট করে ছেলের মুখ না দেখানোর কারণ জানিয়েছিলেন মধুবনী। তিনি জানান, এই সিদ্ধান্ত তাঁর পরিবারের একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত। তাঁর কথায়, “আমরা ওর ফেস বা ছবি এই মুহূর্তে নেটে ছড়িয়ে দিতে চাই না।” তবে যে সেলিব্রিটিরা তা করে থাকেন তা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই জানিয়েছিলেন মধুবনী। তিনি যোগ করেন, “আমাদের যদি কখনও মনে হয়, আমরাও নিশ্চয়ই দেব। কিন্তু আপাতত আমাদের মনে হচ্ছে না। আশা করি, আমাদের এই সিদ্ধান্তকে আপনরা সকলে সম্মান করবেন।” সত্যিই যখন নিজে মনে করেছেন, তখন কেশবের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি।

দিন কয়েক আগে কেশবকে কোলে নিয়ে নিজের একটি ছবি শেয়ার করে মধুবনী ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি গর্বিত। আমরা কেশবের জন্য কোনও আয়া রাখিনি। এটা রাজা এবং আমি কেশবের জন্মের কয়েক মাস আগে যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম। এর প্রধানত দুটো কারণ। প্রথমত প্যানডেমিক। … দ্বিতীয়ত আমরা আমাদের ছেলেকে আয়ার কাছে রেখে মানুষ করতে চাই না। আমি এখন কাজেও ফিরব না। আমার কাছে টপ প্রায়োরিটি কেশব।’

মধুবনী ব্যাখ্যা করেছিলেন, প্যানডেমিক পরিস্থিতির কারণে বাইরের কোনও লোককে তাঁরা কেশবের কাছে যেতে দিচ্ছেন না। তিনি লকডাউনের মতো ২৪ ঘণ্টা ছেলের সঙ্গে রয়েছেন। এমনকি প্যানডেমিক এ ভাবেই চলতে থাকলে তাঁরা উৎসব করে কেশবের অন্নপ্রাশনও করবেন না বলে জানিয়েছেন। কারণ ছেলের সুস্থতা তাঁদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। আপাতত কাজে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মধুবনী। ছেলেকে সামলানোর জন্যই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। এই সঠিক সিদ্ধান্ত নিতে রাজা তাঁকে সাহায্য করেছেন বলে ধন্যবাদও জানিয়েছিলেন।

আরও পড়ুন, Raqesh Bapat: অসুস্থ রাকেশ বিগ বস ১৫ থেকে বেরিয়ে হাসপাতালে ভর্তি?