Bengali Serial: গরমের মাঝে শুটিং, ‘কার কাছে কই মনের কথা’ নিয়ে কী বললেন মানালি?
Bangla Serial: একগুচ্ছ স্টার নিয়ে তৈরি এই ধারাবাহিকের প্রমো ইতিমধ্যেই মন ছুঁয়েছে দর্শকদের। শুটিং শুরু হয়ে গিয়েছেন গত দুই সপ্তাহ আগেই।
‘কার কাছে কই মনের কথা’, নতুন ধারাবাহিক আসতে চলেছে আমাগী সোমবার থেকে। সন্ধে ৬.৩০ মিনিটে সম্প্রচার হবে কার কাছে কই মনের কথা। একগুচ্ছ স্টার নিয়ে তৈরি এই ধারাবাহিকের প্রমো ইতিমধ্যেই মন ছুঁয়েছে দর্শকদের। শুটিং শুরু হয়ে গিয়েছেন গত দুই সপ্তাহ আগেই। প্রোমো শুটের সময় ঠিক কী পরিস্থিতি হয়েছিল তারই কিছু স্লিপিং এবার জি বাংলা সোশ্যাল মিডিয়া শেয়ার হল। যেখানে অভিনেত্রী মানালি দে জানালেন, তাঁর প্রথম দিন প্রোমোশুটের অভিজ্ঞতা কেমন ছিল। প্রচন্ড গরমে শুরু হয় ধারাবাহিকের কাজ। গরমের মধ্যে কাজ করতে বেশ কষ্ট হলেও, এদিন মানালি জানান, তাঁরা তা তার খুব একটা মালুম পাচ্ছিলেন না। নতুন কাজের উত্তেজনা সেটে এতটাই ভরপুর ছিল যে কোনরকম সমস্যাই আর সমস্যা বলে মনে হয়নি।
স্নেহার কথায়, মেয়েদের এমন অনেক কথা থাকে যা, তাঁরা কাছের মানুষের অভাবে বা এক কাছের বন্ধুর অভাবে বলে উঠতে পারে না। তেমনই কিছু বন্ধুদের নিয়ে তৈরি এই ধারাবাহিকের গল্প। যেখানে মানালি সদ্য বিয়ে করে আসা নতুন বউ। সময়ের সঙ্গে আলাপ হবে স্নেহা ও বাসব দত্তার সঙ্গে। তারপর এই কয়েক বন্ধু মিলে কীভাবে তাঁদের সুখ-দুঃখ ভাগ করে নেয়, সেই গল্প নিয়েই এগিয়ে যাবে ধারাবাহিক। শুরু থেকেই ধারাবাহিক নিয়ে দর্শক মনে বেশ উত্তেজনা তুঙ্গে। তবে কিছু কিছু ভক্ত আবার অনুরোধও করেছেন যাতে এই গল্পকে আর পাঁচটা ধারাবাহিকের মতো নষ্ট না করে ফেলা হয়। দুটো বউ, দুটো বরের যেন দেখা না মেলে। ফলে দর্শকরা এখন বেজায় মুখিয়ে রয়েছেন এই ধারাবাহিকের অপেক্ষা। পুরো দমে চলছে ধারাবাহিকের কাজ। একদিকে যেমন বাসব, মানালি পর্দায় ফেরার আনন্দ, ঠিক তেমনই আবার ধারাবাহিক শেষ হচ্ছে শ্বেতা ভট্টাচার্যের, তা নিয়ে বেজায় মন খারাপ ভক্তদের।