Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জীবনের নতুন অধ্যায়ের শুরু, পায়েলের পাশে তাঁর ‘বৃহত্তর পরিবার’

একদিকে মুখোশে সিরিয়াস চরিত্র অন্যদিকে ‘পায়েল দে কে দুর্গা হিসেবে আবারও দেখতে চাই…’— সোশ্যাল মিডিয়া খুললেই এখন এই দাবি দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ফ্যান পেজে।

জীবনের নতুন অধ্যায়ের শুরু, পায়েলের পাশে তাঁর 'বৃহত্তর পরিবার'
পায়েল দে
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2021 | 9:27 AM

সামনে সাজানো ফুলের মস্ত এক তোড়া, ছিল সারি সারি চকোলেটও। শুভেচ্ছা জানিয়ে হাজির হয়েছিল এক চকোলেট কেকও– এত আয়োজনের সমস্তটাই অভিনেত্রী পায়েল দে’র জন্য। করেছিলেন তাঁর বৃহত্তর পরিবার। অর্থাৎ তাঁর আবাসনের প্রতিবেশীরা। পায়েলের জন্মদিন? উত্তর, না। বিবাহবার্ষিকী? তাতেও নেতিবাচকই মিলবে উত্তর। তবে? জীবনে নতুন অধ্যায় শুরু করলেন পায়েল। প্রথম বার বড় পর্দায় ডেবিউ হল তাঁর। সৌজন্যে বিরসা দাশগুপ্তর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি মুখোশ। আর এই প্রথম ছবির সেলিব্রেশনেই হাজির থাকলেন তাঁর আবাসনের বাকি সদস্যরা।

আবেগঘন পায়েল সে সবের ছবি শেয়ার করে লিখেছেন, “আজ যে উপহার আমি পেলাম, তা সত্যি আমায় বাকরুদ্ধ করে দিল। মুখোশ ছবিতে অভিনয় আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুরু। অনেক মানুষের পাশে থাকা, সঙ্গে থাকা এই জার্নি ঘিরে। মুখোশ মুক্তি পেয়েছে বড় পর্দায়, আজ আমার আবাসনে আমার বৃহত্তর পরিবার উদযাপন করলেন আমার অভিনেত্রী জীবনের যাত্রা পথের এই সাফল্য। ”

পায়েল যোগ করেন, “তাদের ভালোবাসা, তাদের সহযোগিতা আমার কাছে মহার্ঘ্য উপহার। সকলকে ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য, আমি আপ্লুত। এটুকুই বলতে চাই, এই ভালোবাসা আমায় ঋদ্ধ করে, প্রতিনিয়ত অনুপ্রেরণা দেয়। ছবিতে পায়েলের বিপরীতে অনির্বাণ ভট্টাচার্য। প্রথম ছবিতেই অনির্বাণের বিপরীতে কাজ করতে পেরে আপ্লুত অভিনেত্রী। বলছিলেন, “অনির্বাণ অত বড় অভিনেতা অথচ কী হাম্বেল…”। এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে মুখোশ। পায়েলের কাজও প্রশংসিত হয়েছে বেশ।

একদিকে মুখোশে সিরিয়াস চরিত্র অন্যদিকে ‘পায়েল দে কে দুর্গা হিসেবে আবারও দেখতে চাই…’— সোশ্যাল মিডিয়া খুললেই এখন এই দাবি দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ফ্যান পেজে। নেটিজেনদের বক্তব্য, দুর্গার রুদ্ররূপ ও একই সঙ্গে স্নিগ্ধতা নাকি ফুটিয়ে তুলতে পারেন পায়েলই। সত্যিই কি এরকম প্রস্তাব পৌঁছেছে অভিনেত্রীর কাছে? টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে। কী বললেন তিনি?

পায়েল জানালেন নেটিজেনদের অনেকেই যে তাঁকে দুর্গা রূপে চাইছেন সে খবর তাঁর কাছে এসেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও চ্যানেল কর্তৃপক্ষের তরফে তাঁর সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করা হয়নি। তিনি বলেন, “অনেকেই চাইছেন সেটা শুনেছি। কিন্তু আমাকে দুর্গা হিসেবে ভাবা হচ্ছে কিনা আমি সত্যিই জানি না। আমাকে এই ব্যাপারে কিছু বলা হয়নি এখনও”। দুর্গা ধারাবাহিক দিয়েই বাঙালির ড্রয়িংরুমে নিজের পরিচয় তৈরি করেছিলেন পায়েল। তাঁর সেই রূপ আজও ভোলেননি দর্শক। আরও একবার স্মৃতির পাতায় তাঁরা দিতে চান ডুব। ‘গার্লস টু দ্য নেক্সট ডোর’– পায়েলকেই তাই তাঁদের পছন্দ।

তবে সূত্রের খবর, মহালয়ার সকালে দুর্গা হিসেবে কর্তৃপক্ষের মাথায় রয়েছে অন্য নাম। যদিও সে ব্যাপারে এখনই মুখ খুলতে চান না তাঁরা।জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’তে এখন প্রতিদিন পায়েলের অভিনয় দেখেন দর্শক। ধারাবাহিকের পাশাপাশি অন্য ফর্মেও ধীরে ধীরে কাজ শুরু করেছেন। মেরাখের জন্মের পর কিছুদিন বিরতি নিয়েছিলেন। ছেলের সব কাজ একা হাতে করতেন তিনি। আসলে ছেলের বড় হওয়ার কোনও মুহূর্তই মিস করতে চাননি। লকডাউনের কারণে মাঝে সব রকম কাজই বন্ধ ছিল। ধীরে ধীরে ফের সব কিছু স্বাভাবিক হচ্ছে। পায়েলও কাজে ফিরেছেন। ইতিমধ্যেই মুখোশে তাঁর অভিনয় টলি টাউনে বেশ চর্চার বিষয় হয়ে উঠেছে। সামনে রয়েছে আরও বেশ কিছু চমক। স্বামী-সংসার কাজ সামলে পায়েল আছেন নিজের শর্তেই।