শোভনকে প্রকাশ্যে ধন্যবাদ স্বস্তিকার, নেপথ্যে বিশেষ কোনও কারণ?

সদ্য শেষ হয়েছে স্বস্তিকা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘কী করে বলব তোমায়-’এর শুটিং। দীর্ঘ সময় ধরে দর্শকের ভালবাসা পেয়েছন টিমের সদস্যরা। বিশেষ করে স্বস্তিকা যেন দর্শকের ঘরের লোক।

শোভনকে প্রকাশ্যে ধন্যবাদ স্বস্তিকার, নেপথ্যে বিশেষ কোনও কারণ?
জুটি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2021 | 8:12 AM

সম্পর্কে আছেন কিনা সে বিষয়ে সরাসরি কোনওদিনও মুখ খোলেন না অভিনেত্রী স্বস্তিকা দত্ত। অথচ তাঁর সামাজিক মাধ্যমে উঁকি দিলেই দেখা মেলে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর নানা মুহূর্তের ছবি। ধরা পড়ে ব্যক্তিগত আলাপচারিতা…প্রেম-কথন। আরও একবার তাঁদের ভালবাসা প্রকাশ্যে। একই সঙ্গে প্রকাশ্যে খাবারের প্রতি অভিনেত্রীর টানও।

একসঙ্গে কলকাতার এক রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন শোভন-স্বস্তিকা। স্বস্তিকার ছবির ক্যাপশন বলছে, হয় ট্রিট শোভনের অথবা নতুন ওই রেস্তরাঁর সঙ্গে স্বস্তিকার আলাপ করিয়ে দিয়েছেন শোভনই। স্বস্তিকা লিখেছেন, “ইট গুড, ফিল গুড”। ধন্যবাদ জানিয়েছেন শোভনকেও। তাঁদের ওই অব্যক্ত প্রেমের আখ্যান প্রকাশ পেয়েছে আরও একবার। একই সঙ্গে প্রকাশ্যে ভক্তদের উচ্ছ্বাস। তাঁদের আবারও এক ফ্রেমে দেখতে পেয়ে খুশি তাঁরা।

সদ্য শেষ হয়েছে স্বস্তিকা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘কী করে বলব তোমায়-’এর শুটিং। দীর্ঘ সময় ধরে দর্শকের ভালবাসা পেয়েছন টিমের সদস্যরা। বিশেষ করে স্বস্তিকা যেন দর্শকের ঘরের লোক। তাঁর অভিনীত রাধিকা চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছিল। শুটিং শেষ হওয়ার পর এখন ছুটি উপভোগ করছেন স্বস্তিকা। ধারাবাহিক দৈনন্দিন রুটিন থেকে এখন অভিনেত্রীর রুটিন একেবারে আলাদা।

স্বস্তিকা আগেই জানিয়েছেন, যোগা, জিম নতুন করে শুরু করেছেন। নিজের মেকওভার করছেন। লুক নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। আর কিছুদিনের মধ্যেই সেই নতুন লুক প্রকাশ করবেন। এ প্রসঙ্গে TV9 বাংলাকে স্বস্তিকা বলেন, “বিজয়িনীর পর সে ভাবে গ্যাপ পাইনি। তাই এখন নিজেকে গ্রুম করব। সিরিয়াল তো করবই। কিন্তু ওয়েবেও কাজ করতে চাইছি। আমার ইচ্ছে পরের কাজটা এমন হোক, যাতে সবাই আবার বলবে মেয়েটি ভাল অভিনেত্রী। ভাল কাজের জন্য অপেক্ষা করব। ইনফ্যাক্ট কতদিন গ্যাপ নেব, সেটা নির্ভর করবে যত তাড়াতাড়ি ভাল কাজ আসবে, তার উপর। পুজো পর্যন্ত ছুটি নেওয়ার ইচ্ছে রয়েছে।”

তবে এই ছুটিতে কোথাও বেড়াতে যাচ্ছেন না স্বস্তিকা। প্যানডেমিক পরিস্থিতিতে বাইরে যাওয়ার ঝুঁকি নেবেন না বলে জানালেন। বরং কলকাতাতেই কিছু কাজ জমে রয়েছে। সেগুলো শেষ করতে চান বলে জানিয়েছিলেন। টিভিনাইন বাংলার কাছেই প্রথম বার তাঁর ও শোভনের ওই অব্যক্ত ভালবাসার কথা স্বীকার করে নিয়েছিলেন অভিনেত্রী। বলেছিলেন, “ওই যে বলে না তিনটে ম্যাজিকাল শব্দ, কেউ কোনওদিনও বলিনি কাউকে। শোভনের সঙ্গে কথা বলতে ভাল লাগে, ওকে কম সময়ে অনেক বেশি চিনেছি। ওই তথাকথিত প্রস্তাব তো দিইনি কেউ কাউকে। তাই কেউ যদি জিজ্ঞাসা করে প্রেম কবে থেকে শুরু বলতে পারব না। কারণ শোভন আমার প্রেমিক কতটা জানি না, শুধু জানি যদি জীবনে কোনও দিন ফেডআপও হয়ে যাই ওর সঙ্গেই ফেডআপ হতে চাই।”