Raju Srivastava Health: ৪৬ ঘণ্টা ধরে অচৈতন্য, ভাল নেই রাজু, ফোন গেল প্রধানমন্ত্রীর
Raju Srivastava: ভাল নেই স্ট্যান্ড-আপ কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। বিগত ৪৬ ঘণ্টা যাবৎ জ্ঞান ফেরেনি তাঁর। কাজ করছে না মস্তিষ্কও। এই মুহূর্তে নয়া দিল্লির এইমসে চিকিৎসা চলছে তাঁর।
ভাল নেই স্ট্যান্ড-আপ কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। বিগত ৪৬ ঘণ্টা যাবৎ জ্ঞান ফেরেনি তাঁর। কাজ করছে না মস্তিষ্কও। এই মুহূর্তে নয়া দিল্লির এইমসে চিকিৎসা চলছে তাঁর। তবে আশঙ্কা কেটেছে এমনটা নয়। ভেন্টিলেটরেই কৃত্তিম উপায় শ্বাসপ্রশ্বাস চালু রয়েছে তাঁর। যদিও হাসপাতাল সূত্র খবর, ইতিমধ্যেই হৃদযন্ত্রে দুটি স্টেইন বসেছে তাঁর। হয়েছে অ্যাঞ্জিওপ্ল্যাস্টিও। তবে মস্তিষ্ক সাড়া না দেওয়ার কারণে এখনই আশার আলো দেখতে পারছেন না চিকিৎসকেরা।
অন্যদিকে শুক্রবারই রাজুর খবর নিয়ে তাঁর স্ত্রীকে ফোন করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু মোদীই নন কৌতুকশিল্পী কেমন আছে তা জানতে ফোন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। প্রসঙ্গত, বুধবার ট্রেডমিলে দৌড়ানোর সময়েই আচমকাই হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রথম থেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। এ প্রসঙ্গে রাজুর ঘনিষ্ঠ বন্ধু ডাক্তার অনিল মুরারকা বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বলেছিলেন, “রাজুর অবস্থা বেশ আশঙ্কাজনক। ওর মস্তিষ্ক কাজ করেছে না। সেই কারণে ভেন্টিলেটরে রাখতে বাধ্য হয়েছি।” তিনি আরও যোগ করেন, “ইতিমধ্যেই ডাক্তাররা হৃদযন্ত্রে দুটি স্টেন বসিয়েছেন। কিন্তু তাও রাজু সাড়া দিচ্ছে না।”
কমেডি দুনিয়ায় পরিচিত নাম রাজু। তাঁর ভক্তসংখ্যাও অগুণতি। ‘বিগবস’ থেকে শুরু করে ‘কপিল শর্মা’র শো– এ সবেই নিজের অবদান রেখেছেন রাজু। বেশ কিছু বলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘ইন্ডিয়া’জ লাফটার চ্যাম্পিয়ন’-এ বিশেষ অতিথি হিসেবে দেখা গিয়েছে তাঁকে। সবাইকে হাসান যিনি, তিনিই আজ মৃত্যুর সঙ্গে লড়ছেন পাঞ্জা। তাঁর আরোগ্য কামনায় পরিবার থেকে প্রিয়জন।