Bollywood Gossip: ‘প্র্যাঙ্ক’-এর নামে এ কী! প্রেমিকার উপর বেজায় চটলেন করণ
Bollywood Gossip: বি-টাউনে চর্চিত জুটি করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ। তবে সম্প্রতি তেজস্বীর উপর বেজায় চটলেন করণ। নেপথ্যে এক ভিডিয়ো। এক রিয়ালিটি শো-য়ে অংশ নিয়েছিলেন যুগলে।

বি-টাউনে চর্চিত জুটি করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ। তবে সম্প্রতি তেজস্বীর উপর বেজায় চটলেন করণ। নেপথ্যে এক ভিডিয়ো। এক রিয়ালিটি শো-য়ে অংশ নিয়েছিলেন যুগলে। সেখানেই আচমকা অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করেন তেজস্বী। কিন্তু তা যে অভিনয়, তা বুঝতে পারেননি করণ। প্রেমিকাকে অজ্ঞান হতে দেখে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যান করণ। চিন্তায় পায়চারি করতে থাকেন, জল আনতে বলেন। এদিক ওদিক ছুটে বেড়াতে থাকেন। করণের ওই অবস্থা দেখে যদিও সত্যি বলে দেন তেজস্বী। জানান, ‘মজা’ করছিলেন তিনি। এরপরেই মারাত্মক রেগে যান করণ কুন্দ্রা। চিৎকার করে বলতে থাকেন,’মজার একটা সীমা থাকবে তো?’
বলিউডে একের পর এক বিয়ের সানাই। সদ্য কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়েতে মেতে ছিলেন সকলেই। সেই ঘোর কাটতে না কাটতেই শোনা যাচ্ছে বিয়ে করতে চলেছেন এই জুটিও। কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল তাঁদের এক নাচ। যে নাচে প্রায় জাপটে ধরে চুমু খাচ্ছিলেন দু’জন। করণের সঙ্গে তেজস্বী সম্পর্ক তৈরি হয় বিগ বসের ঘরে। এর আগে অনুষা দণ্ডেকরের সঙ্গে সম্পর্কে ছিলেন করণ। তাঁদের মধ্যে সম্পর্ক শেষ হয় তিক্ত ভাবে। অনুষা এনেছিলেন বিশ্বাসভঙ্গের অভিযোগ। এক সাক্ষাৎকারে যদিও করণ অনুষা সম্পর্কে বলেছিলেন, “আমি দুই পরিবারের কথা ভেবে একদিন চুপ করে ছিলাম। ও যা বলেছে সেটা ওর মতামত। আমি অনেক কিছুই বলতে পারতাম। কিন্তু বলিনি। সেটা আমার স্বভাব নয়। প্রায় সাড়ে তিন বছরের সম্পর্ক ছিল আমাদের। তারপরও ও আমার বিরুদ্ধে যা সব বলেছে, সে সব শুনে হাসি পেয়েছে। কেউ কারও সম্পর্কে এত বিদ্বেষ কীভাবে তৈরি করতে পারে? আমি তো অনুষার থেকে অনেক কিছু শিখেছি। ওর এবং ওর পরিবারের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে।” যদিও অনুষা এখন অতীত, আপাতত তেজস্বীই রয়েছেন তাঁর জীবন জুড়ে।





