Sudipa Chatterjee: সুইমিং পুলে সুইমস্যুটে সুদীপা, বইল নিন্দার ঝড়, ‘এ সব কী পরেছেন?’

Sudipa Chatterjee: সুদীপা চট্টোপাধ্যায় মানেই লাল টিপ, শাড়ি, গা ভর্তি গয়না--

Sudipa Chatterjee: সুইমিং পুলে সুইমস্যুটে সুদীপা, বইল নিন্দার ঝড়, 'এ সব কী পরেছেন?'
সুদীপাকে নিয়ে নিন্দার ঝড়
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 11:55 AM

সুদীপা চট্টোপাধ্যায় মানেই লাল টিপ, শাড়ি, গা ভর্তি গয়না– এই চেনাছক ভাঙতেই ট্রোলের মুখে সুদীপা। স্নানপোশাকে তাঁকে দেখে নেটিজেনরা শুরু করলেন চরম কটাক্ষ। কেউ লিখলেন, ” এভাবেই বদলে গেলেন”? আবার কারও প্রশ্ন, “রান্নাঘর ছেড়েই এই রূপ! ভীষণ অচেনা লাগছে আপনাকে।” ভাইঝির সঙ্গে এই গরমে সুইমিং পুলে ‘কোয়ালিটি টাইম কাটাতে গিয়েছিলেন সুদীপা। সঙ্গে ছিল ছেলে আদিদেবও। সুদীপা পরেছিলেন স্কিন হাগিং সুইমওয়ার। ভিডিয়ো ও বেশ কিছু ছবি শেয়ার করে লিখেছিলেন, “রবিবারটা এভাবেই কাটালাম”। তবে প্রশংসার বদলে পেলেন শুধু নিন্দে। তবে সবাই যে নিন্দে করেছেন এমনটা কিন্তু নয়। অনেকেই আবার করেছেন পাল্টা প্রশংসাও। তাঁরা সুদীপার হয়ে লিখেছেন, “এ আবার কী? সুইমিং পুলে কি শাড়ি পরে নামবেন?”

ট্রোলিং সুদীপার কাছে অবশ্য নতুন নয়। অতীতে বিভিন্ন সময়ে নানা বিষয় নিয়ে ট্রোলের মুখোমুখি হতে হয়েছে। কখনও তাঁর দারোয়ান মন্তব্য আবার কখনও তাঁর ব্যবহার নিয়েও উঠেছে নানা প্রশ্ন। যদিও সুদীপা এ সবে বিশেষ পাত্তা দিতে নারাজ। ট্রোলিং নিয়ে মুখ খুলেছিলেন তিনি। সুদীপার কথায়, “নীরবতা মানে দুর্বলতা নয়। মানুষকে আঘাত করার মধ্যে কি বীরত্ব আছে? মানুষকে ভালবাসুন।” বলেছিলেন, “আমাকে ভাঙা সহজ নয়। ট্রোল করলে দুঃখ পাব। কিন্ত অভ্যেস হয়ে যাবে। এগিয়ে যাব।”

প্রসঙ্গত, কিছু মাস আগেই শেষ হয়েছে সুদীপার কুকিং শো। জার্নিশেষে আবেগঘন হয়ে পড়েন তিনি।বলেন, “কতবার,মনে হয়েছে- আর পারবো না। শেষ হবে রান্নাঘর। কিন্তু,সবাই মিলে আবার নতুন উদ্যমে নেমে পড়েছি কাজে। কিন্তু, সব কিছু ম্লান করে,যখন হঠাৎ,চারদিক কাঁপিয়ে কোভিড এলো- তখন মনে হয়েছিল,আর বোধহয় পারব না। কিন্তু, রান্নাঘর থেমে থাকেনি। মোবাইল ক্যামেরায় ভরসা করে,নতুন নতুন রেসিপির সন্ধান আমরা চালিয়ে গেছি- সেই প্রতিকুল পরিস্থিতিতেও।” আপাতত নতুন কোনও কাজে হাত দেননি তিনি। ব্যস্ত রয়েছে নিজের ব্যবসা নিয়েই।