Rakhi Sawant Controversy: ‘ঘেন্না করি’, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে প্রসঙ্গে বিস্ফোরক রাখি সাওয়ান্ত
Rakhi Sawant: বর্তমানে তাঁর স্বামী আদিল খানের উপযুক্ত শান্তির জন্য মরিয়া হয়ে পড়েছেন রাখি সাওয়ান্ত।
বিটাউনের বর্তমানে সর্বাধিক চর্চিত বিষয় হল কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ে। আজই অর্থাৎ রবিবার ১২ ফেব্রুয়ারি রিসেপশন। সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন নবদম্পতিকে। তারই মাঝে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাখি সাওয়ান্ত। একদিনে যখন মন জোড়ার রোম্যান্টিক গল্পে ভাসছে নেটপাড়া, তখনই রাখির জীবনে ঝড় বইছে। আদিলের সঙ্গে তাঁর বৈবাহিক জীবনের সমস্যার খবরই তড়িঘড়ি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তারই মাঝে এবার সিদ্ধার্থ কিয়ারার বিয়ে নিয়ে মুখ খুললেন রাখি সাওয়ান্ত। জানালেন, তিনি এই লাভবার্ড বিষয়টাতেই বিরক্ত। ঘেন্না করেন সম্পর্কে। তাঁর ব্যক্তি জীবনে যা হয়েছে, তারপর থেকে বিয়ে প্রতিষ্ঠানের ওপর ভরসা হারিয়েছে রাখি সাওয়ান্তের।
ঝড়ের গতিতে ভাইরাল হয় রাখি সাওয়ান্তের এই মন্তব্য। বর্তমানে তাঁর স্বামী আদিল খানের উপযুক্ত শান্তির জন্য মরিয়া হয়ে পড়েছেন রাখি সাওয়ান্ত। বেশ কযেকদিন আগে থেকেই সম্পর্কের মাঝে সমস্যা নিয়ে মুখ খোলেন রাখি। প্রথমটায় সকলেই বিষয়টা এড়িয়ে গেলেও পরবর্তীতে রাখির স্ট্রাগেলের কথা প্রকাশ্যে আসে। আদিলকে ফিরে পাওয়ার তাগিদে তিনি বারে বারে মুখ খোলার হুমকি দিয়েছিলেন, কিন্তু তেমনটা করেননি। পরবর্তীতে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় তখন তিনি সকলের সামনে সত্যি ফাঁস করে দেন।
পরিবারের সকলকেই নিজের পরিস্থিতির কথা জানান। এক ভিডিয়োতে রাখিকে বলতে শোনা যায়, আদিলের পরিবার থেকেই তাঁকে বারে বারে বলা হয়েছিল আদিলকে ছেড়ে দিতে। আদিলের মাও সবটা জানতেন বলেই দাবি করেন রাখি সাওয়ান্ত। এরপরই পুলিশের দারস্থ হন রাখি। আদিল খানের সঙ্গে গোপন বিয়ের খবর সামনে আসতেই তা নিয়ে জল্পনা থাকে তুঙ্গে। একের পর এক অভিযোগ তাঁরা একে অপরের বিরুদ্ধে সামনে এনেছেন। যদিও রাখি সাওয়ান্তের অভিযোগের ভিত্তিয়োতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে পুলিশ। কখনও সামনে এসেছে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ, কখনও সামনে উঠে আসতে দেখা যায় তাঁর টাকা নয় ছয় করেছেন আদিল সেই অভিযোগও।