Sidnaaz: সিদ্ধার্থের মৃত্যুর পর প্রথম বার প্রেমিককে নিয়ে মন্তব্য শেহনাজের
বিগ বস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। যদিও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তাঁরা।
সিদ্ধার্থ শুক্লা প্রয়াত হওয়ার দেড় মাস পেরিয়ে গিয়েছে। এই গোটা সময়টা নিজেকে অন্তরালেই রেখেছিলেন প্রেমিকা শেহনাজ গিল। সম্প্রতি তাঁর এক ছবি মুক্তি পাওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তিনি। যোগ দিচ্ছেন বিভিন্ন সাংবাদিক সম্মেলনেও। এ হেন এক সাংবাদিক সম্মেলনেই সিদ্ধার্থের প্রয়াণের পর প্রথম বার তাঁকে নিয়ে মুখ খুললেন শেহনাজ। সরাসরি নয়, বরং পরোক্ষেই সিদ্ধার্থকে ‘হিরো’ বললেন তিনি।
শেহনাজ অভিনীত ছবির নাম ‘হন্সলা রাখ’। ওই ছবিতে শেহনাজ ছাড়াও অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ ও সোনম বাজয়া। দিলজিৎ ও সোনমের সঙ্গে কথোপকথনের সময়েই হঠাৎই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় শেহনাজ বলেন, “আমি বিগবসে রানি ছিলাম। হিরোইন ছিলাম।” সোনম বলেন, তিনি রানি নন, বিগবসের হিরো ছিলেন। তৎক্ষণাৎ সোনমকে থামিয়ে দিয়ে শেহনাজ বলে ওঠেন, “না আমি বিগবসে হিরোইন ছিলাম। হিরো তো অন্য কেউ ছিল”। ‘হিরো’ বলতে শেহনাজ যে সিদ্ধার্থের কথাই বুঝিয়েছেন তা বুঝতে অসুবিধে হয়নি উপস্থিত ব্যক্তিদের। খবর প্রকাশ্যে আসতেই ভিজেছে অনুরাগীদের মন। ছবির প্রমোশনেও শেহনাজের বারেবারে মনে পড়ছে সিদ্ধার্থকে– এ কথাই যেন প্রমাণ হয়েছে আরও একবার।
প্রসঙ্গত, শেহনাজ অভিনীত এই ছবিটি মুক্তি পেয়েছে ১৫ অক্টোবর। মুক্তি পেতেই সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে ছবিটি। পঞ্জাবি ছবির দুনিয়ায় এখনও পর্যন্ত প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করার খেতাব ছিনিয়ে নিয়েছে এই ছবি।ভারতে সেই ছবির আয় ২ কোটি ৫৫ লক্ষ টাকা। আর গোটা বিশ্বজুড়ে সেই আয়ের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৫ হাজার টাকা। সৃষ্টি করেছে নতুন মাইলস্টোনের।
বিগ বস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। যদিও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তাঁরা। তবুও তাঁদের একসঙ্গে সময় কাটানো, নানা মুহূর্তকে ভালবেসে অনুরাগীরা তাঁদের ভালবেসে নাম দিয়েছিল ‘সিডনাজ’। সিদ্ধার্থের মৃত্যুর পর বেশ কিছু সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সিডনাজের নাকি বাগদানও হয়েছিল। এ বছরেরই প্ল্যান ছিল বিয়ের। তা আর সম্ভব নয়। অনুরাগীদের ভালবাসায় আবারও কামব্যাক করছেন শেহনাজ। ‘হন্সলা’ রাখার মরিয়া চেষ্টায় তিনি।
আরও পড়ুন: Srabanti Chatterjee: ঈশ্বরের তৈরি সৌন্দর্যকে জড়িয়ে ধরো: শ্রাবন্তী চট্টোপাধ্যায়