Shruti Das: অনস্ক্রিনের বরের সঙ্গে শ্রুতির ছবি তুলে দিলেন অফস্ক্রিন বর!
Shruti Das: এই মুহূর্তে ‘দেশের মাটি’ ধারাবাহিকে অভিনয় করছেন শ্রুতি। তাঁর চরিত্রের নাম নোয়া। সেখানেই শ্রুতির জুটি হিসেবে অভিনয় করছেন দিব্যজ্যোতি।
হঠাৎ দেখা হওয়া সব সময়ই স্পেশ্যাল। সে যদি হয় প্রিয় পাত্র তা হলে তো তার সঙ্গে দেখা হওয়ার মজাই আলাদা। ব্যতিক্রম নন অভিনেত্রী শ্রুতি দাসও। সদ্য হঠাৎই সাউথ সিটি মলে অনস্ক্রিন বর তথা অভিনেতা দিব্যোজ্যোতি দত্তের সঙ্গে দেখা হল শ্রুতির। আর সেই ছবি তুলে দিলেন শ্রুতির অফস্ক্রিন বর অর্থাৎ পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার।
এই মুহূর্তে ‘দেশের মাটি’ ধারাবাহিকে অভিনয় করছেন শ্রুতি। তাঁর চরিত্রের নাম নোয়া। সেখানেই শ্রুতির জুটি হিসেবে অভিনয় করছেন দিব্যজ্যোতি। তাঁর চরিত্রের নাম কিয়ান। দিন কয়েক আগে দিব্যজ্যোতির জন্মদিনে শুটিং সেটে সেলিব্রেট করেন সহ শিল্পীরা। অনস্ক্রিনে নোয়া-কিয়ানের দাম্পত্যের যেমন সম্পর্ক দেখেন দর্শক, অফস্ক্রিনেও আসলে শ্রুতি এবং দিব্যজ্যোতির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। হঠাৎ দেখা হওয়ার খুশি তাই আড়াল করতে চাননি অভিনেত্রী।
আপাতত ‘দেশের মাটি’ ধারাবাহিকে শ্রুতির অভিনয় দেখছেন দর্শক। তবে স্বল্প কেরিয়ারেই তিনি যেন টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন। শুধু অভিনয় নয়। ট্রোলিং সামলেও শিরোনামে এসেছেন শ্রুতি। গায়ের রঙের জন্য তাঁকে নেট নাগরিকদের কটাক্ষ শুনতে হয় কেরিয়ারের প্রথম থেকেই। বহু দিন সহ্য করার পর অবশেষে দিন কয়েক আগে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। এই প্রতিবাদে সমাজের বহু বিশিষ্ট মানুষকে পাশে পেয়েছেন। শ্রুতিকে ভালবাসার মানুষও কম নেই। তাঁর কাজ, অভিনয় পছন্দ করেন এমন অনুরাগীর সংখ্যাও অগুণতি। তাঁদের কথা ভেবে এবং নিজের ভবিষ্যতের জন্য প্রতিদিন নিজের পারফরম্যান্স আরও উন্নত করার প্রয়াস থাকে অভিনেত্রীর।
View this post on Instagram
অন্যদিকে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বেশ একটি বড়সড় পোস্ট করেছেন স্বর্ণেন্দু। তিনি লিখেছিলেন, “সারাদিনে আমার মেসেঞ্জার এ অগণিত রিকোয়েস্ট আসতে থাকে অভিনয়ে সুযোগ দেওয়ার জন্য…আমার আপনাদের কাছে কয়েকটা কথা বলার…আমার পক্ষে সকলকে সুযোগ দেওয়া সম্ভব না বিশ্বাস করুন,আমি চাইলেও সেটা পারবোনা…আমি একজন সামান্য পরিচালক আর একটি প্রযোজনা সংস্থার সাথে যুক্ত,আমার পক্ষে যদি সম্ভব হতো আমি সবাইকে সুযোগ দিতাম…আমার থেকে বেশি খুশি হয়তো আর কেউ হবে না যদি সবাইকে সুযোগ দিতে পারতাম…”। নতুনদের উদ্দেশ্যেও বেশ কয়েকটি কথা বলেছেন স্বর্ণেন্দু। যে সমস্ত ব্যক্তি তাঁদের কিছু হবে না এই ভাবে অভিনয় ‘ট্রাই’ করার ইচ্ছে প্রকাশ করেন তাঁদের প্রতি তাঁর বার্তা, “অভিনয় অত সোজা কোনো জিনিস নয় যে সেটা সবার পক্ষে সম্ভব হবে…আর হিরো হিরোইন হওয়ার জন্য দয়া করে আমাকে কেউ মেসেজ করবেন না…সর্বোপরি আত্মবিশ্লেষণ টা ভীষণ জরুরি,নিজেকে আগে বিচার করুন, আপনি যে সুযোগটা চাইছেন আপনি কি আদৌ সেটার যোগ্য!?
যদিও যারা অভিনেতা হতে চান তাঁদের জন্য এক সুযোগের দ্বারও খুলে দিয়েছেন পরিচালক। আত্মবিশ্লেষণে বিশ্বাসী তিনি। সেই বিশ্লেষণ করার পরেও যদি নিজেকে যোগ্য মনে হয় তবে সেই ব্যক্তির জন্য নিজের ব্যক্তিগত মেল-আইডিও শেয়ার করেছেন তিনি। লিখেছেন, “যারা যারা আত্মবিশ্লেষণ করার পর মনে করবেন আপনারা যোগ্য তারা নিজের দুটো ছবি সহ নিম্নলিখিত মেইল আই ডি তে মেইল করবেন…কারুর ব্যক্তিগত কারণ দেখিয়ে সুযোগ চাইবেন না ওভাবে কাজ হয় না…।”
আরও পড়ুন, বহুদিন পরে ‘গার্লফ্রেন্ড’-এর সঙ্গে সময় কাটালেন স্বাগতা!
আরও পড়ুন, ‘খেলা যখন’ শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন শেয়ার করলেন অরিন্দম শীল