Sudipa-Agnidev: ‘জ্ঞান ফেরেনি কিন্তু…’, বাইপাস সার্জারির পর কেমন আছেন অগ্নিদেব?

Sudipa-Agnidev: সোমবারই শহরের এক বেসরকারি হাসপাতালে বাইপাস সার্জারি হওয়ার কথা ছিল পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের। সম্পর্কে যিনি আবার সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী। অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। কেমন আছেন অগ্নিদেব? টিভিনাইন বাংলাকে জানালেন সুদীপা।

Sudipa-Agnidev: 'জ্ঞান ফেরেনি কিন্তু...', বাইপাস সার্জারির পর কেমন আছেন অগ্নিদেব?
বাইপাস সার্জারির পর কেমন আছেন অগ্নিদেব? জানালেন সুদীপা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2023 | 3:52 PM

সোমবারই শহরের এক বেসরকারি হাসপাতালে বাইপাস সার্জারি হওয়ার কথা ছিল পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের। সম্পর্কে যিনি আবার সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী। অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। কেমন আছেন অগ্নিদেব? টিভিনাইন বাংলাকে জানালেন সুদীপা। তাঁর কথায়, “আপনাদের সবার প্রার্থনায় অপারেশন সফল হয়েছে। জ্ঞান ফেরেনি কিন্তু সব কিছু ঠিকঠাক হয়েছে। আজ সারাদিনটাই হয়তো জ্ঞান সেভাবে ফিরবেন না। ডাক্তার তাই বললেন। তবে চিন্তার কোনও কারণ নেই। আমাদের একটু বাদেই ওঁর কাছে যেতে দেবে। ওঁকে দেখে তারপর বাড়ি ফিরব।”

বিগত বেশ কিছু মাস ধরেই টালমাটাল অবস্থা সুদীপার পরিবারের। কিছু মাস আগেই এক পোষ্যকে হারান তিনি। এর পর তাঁর মায়ের সেরিব্র্যাল অ্যাটাক হয়। এর পরেই আচমকাই অসুস্থ হয়ে পড়েন স্বামী অগ্নিদেব। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। সুদীপার বাড়িতে ধুমধাম করে প্রতিবছর দুর্গাপুজো হয়। এবারেও হচ্ছিল, কিন্তু অষ্টমীর দিন ঘটে যায় এক বড় বিপর্যয়। তাঁর আর এক পোষ্য বাঁটুলও হঠাৎ করেই মারা যায় ওই দিনেই।

এখানেই শেষ নয়। গত পরশুদিন অর্থাৎ লক্ষ্মীপুজোর সন্ধেবেলায় আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন স্বামী অগ্নিদেব। বমিও হয়। এক মুহূর্তও ফেলে না রেখে সেই দিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিন্তায় ছিলেন সুদীপা। তবে আপাতত খানিক নিশ্চিন্ত তিনি। অগ্নিদেব দ্রুত সুস্থ হয়ে উঠুন, এখন এমনটাই চাইছেন সকলেই।