‘ওই নীল জার্সি পরে তোমার খেলার অপেক্ষায়…’, ক্রিকেটার প্রেমিকের জন্মদিনে প্রেমবার্তা তিথির

TiThi Basu: এর আগেও প্রেমিককে নিয়ে পোস্ট করেছেন তিনি। এবারে প্রেম যেন আরও গাঢ়। সম্পর্কের বয়স যে নেহাত কম নয়!

'ওই নীল জার্সি পরে তোমার খেলার অপেক্ষায়...', ক্রিকেটার প্রেমিকের জন্মদিনে প্রেমবার্তা তিথির
দুজনে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2021 | 5:47 PM

অনস্ক্রিন তিনি মা’র ‘ঝিলিক’। অফস্ক্রিন তিথি বসু। প্রেমিকের জন্মদিন আজ অর্থাৎ রবিবার। আর এই বিশেষ দিনে আবেগে ভাসলেন তিনি। লুকোছাপা নয়। বরং প্রকাশ্যেই ভালবাসার ইজহার তাঁর।

প্রেমিকের নাম দেবায়ুধ পাল। পেশায় সে ক্রিকেটার। পেশাদারও বলা যেতে পারে। বাংলায় অনূর্ধ্ব ১৬-তেও খেলেছে সে। তিথি নিশ্চিত একদিন ভারতের এই নীল জার্সি পরে খেলবেন তিনি। সোশ্যাল মিডিয়া ভেসে যাবে ‘নীল রক্তে’। যোগ হবে হ্যাশট্যাগ ব্লিড ব্লু।

View this post on Instagram

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)

তিথি লিখছেন, “শুভ জন্মদিন ভালবাসা। তোমাকেই চেয়েছিলাম। বদল চাইনা। তোমাকে বিয়ে করা আপাতত দ্বিতীয় চাওয়া আমার কাছে। কারণ, দেশের জন্য তুমি যখন খেলবে তখন গ্যালারিতে বসে তোমাকে উৎসাহ দেওয়াই হবে আমার প্রথম চাওয়া। তোমার ওই নীল জার্সি পরার অপেক্ষায় রয়েছি।” এর আগেও প্রেমিককে নিয়ে পোস্ট করেছেন তিনি। এবারে প্রেম যেন আরও গাঢ়। সম্পর্কের বয়স যে নেহাত কম নয়!