Viral Urfi Javed: সমুদ্র সৈকতে এ কেমন পোশাক পরলেন উরফি, দেখা মাত্রই চমকে গেল নেটপাড়া

Viral Video: সম্প্রতি তিনি এক ডেটিং রিয়ালিটি শোয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। উরফির কথায় এ শো-এর মাধ্যমে তাঁকে দর্শকেরা আরও কাছ থেকে জানতে পারবেন।

Viral Urfi Javed: সমুদ্র সৈকতে এ কেমন পোশাক পরলেন উরফি, দেখা মাত্রই চমকে গেল নেটপাড়া
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2022 | 8:32 AM

বি-টাউনের ভাইরাল কুইন উরফি জাভেদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই চর্চার কেন্দ্রে জায়গা করে নেন। নয় তাঁর পোশাক নয় তাঁর কমেন্ট যে কোন বিষয়, নেটপাড়ার কাছে  মুচমুচে চর্চার প্রসঙ্গ হয়ে ওঠে পলকে। তবে যেখানে উরফিকে পোশাক পরার অনুরোধ করতে করতে ক্লান্ত হয়ে উঠেছে গোটা সোশ্যাল মিডিয়া, সেখানেই উরফি জাভেদ এমন পোশাক পরে হাজির হলেন সমুদ্র সৈকতে। পোস্ট দেখামাত্রই ভক্তদের চক্ষু চড়ক গাছ। কেউ কেউ বললেন– উরফির কি তবে পোশাক সম্পর্কে ধারণাটাই পাল্টে গিয়েছে? কোথায় কী পড়তে হয়, তা কি তিনি ভুলে বসেছেন। এক সপ্তাহ আগে উরফি জাভেদ একটি ভিডিয়ো শেয়ার করেন যেখানে দেখা যায় সমুদ্র সৈকতে তিনি সর্বস্ব ঢেকে একটি সালোয়ার কামিজ করে ঘুরে বেড়াচ্ছেন।

ক্যাপশনে লিখেছেন– অন্য দুনিয়া। তবে তাঁর চারপাশে থাকা মহিলাদের পোশাক সমুদ্র সৈকতের সঙ্গে একেবারে মানানসই। যেখানে ভরা রাস্তার মাঝখানে, ব্যস্ততা যখন তুঙ্গে তখন উরফি বিকিনি পরে ফটোশুট করতে দুবার ভাবেন না, সেখানে দাঁড়িয়ে সমুদ্র সৈকতে এই পোশাকে কেন উপস্থিত হলেন তিনি, উত্তর খুঁজে নেটপাড়া। কেউ কেউ আবার উরফির এই পোশাক দেখে রীতিমতো চমকে গেলেন। প্রশ্ন করে বসলেন– একি হল উরফির। ছক ভাঙ্গা উরফিকে দেখে যেন এক কথায় মেনে নিতে পারছিলেন না কেউই।

View this post on Instagram

A post shared by Uorfi (@urf7i)

তবে উরফির ভক্তদেরও কমেন্টে এ দিন নজরে এল যাঁরা তার পক্ষ নিয়ে লিখলেন উরফির মনটি বেশ ভাল। উরফি অতীতেও ট্রোলিংকে কোনদিন গুরুত্ব দেয়নি, বর্তমানেও দেন না। সম্প্রতি তিনি এক ডেটিং রিয়ালিটি শোয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। উরফির কথায় এ শো-এর মাধ্যমে তাঁকে দর্শকেরা আরও কাছ থেকে জানতে পারবেন। অনেকেই উরফির সম্পর্কে ছড়িয়ে পড়া নানা গুজবে কান দিয়ে নিজের মতো করে একটি ধারণা তৈরি করে নিয়েছে। তবে তিনি তেমনটা না, বলে নিজেই এই শো-তে দাবি করেন উরফি।