Bengali Serial Trp: এই সপ্তাহে দুর্দান্ত পারফরম্যান্স ‘জগদ্ধাত্রী’র, নিজেই টেক্কা দিল নিজেকে
Bengali Serials: এই সপ্তাহে নম্বর আরও বেড়েছে। এই মুহূর্তে নিজেকেই নিজে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে 'জগদ্ধাত্রী'।
এই সপ্তাহে দুর্দান্ত পারফরম্যান্স ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের। জ্যাজ়ের লড়াই এবং অ্যাকশন টানটান উত্তেজনা সৃষ্টি করেছে দর্শক মনে। শাশুড়ি-বউয়ের কোন্দলের পাশাপাশি নারীকেন্দ্রিক অ্যাকশনধর্মী গল্প বাংলা সিরিয়ালের দর্শকের মন জয় করছে ক্রমশ। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও ‘জগদ্ধাত্রী’ প্রথম স্থানে। গত সপ্তাহে পেয়েছিল ৮.৬। এই সপ্তাহে নম্বর আরও বেড়ে হয়েছে ৯.২। এই মুহূর্তে নিজেকেই নিজে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ‘জগদ্ধাত্রী’।
এর পরের আসনেই, অর্থাৎ দ্বিতীয় আসনে রয়েছে দু’টি নতুন ধারাবাহিক। একটি ‘খেলনা বাড়ি’। অন্যটি ‘অনুরাগের ছোঁয়া’। এদের প্রাপ্য নম্বর ৮.৩। তৃতীয় আসনে জ্বলজ্বল করছে ‘গৌরী এল’। প্রাপ্য নম্বর ৮.০।
চতুর্থ স্থানে রয়েছে দুটি নতুন ধারাবাহিক। পয়েন্ট পেয়েছে ৭.৮। রাত ৮টার স্লটে হওয়া ‘বাংলা মিডিয়াম’ পেয়েছে সেই স্থান। সেই স্লটে দিনকয়েক আগেও টেলিকাস্ট হত ‘ধুলোকণা’। সেই জায়গায় ‘বাংলা মিডিয়াম’ এসে মান ধরে রেখেছে স্থানের। অন্য নতুন ধারাবাহিকটি ‘পঞ্চমী’। গত সপ্তাহে ছিল আরও ভাল পারফরম্যান্স। পেয়েছিল ৮.৪। সেই তুলনায় এই সপ্তাহে নম্বর খানিক কমেছে।
প্রথম টেলিকাস্টের সময় থেকেই দর্শকের নজর কেড়েছিল নতুন বাংলা সিরিয়াল ‘নিম ফুলের মধু’। জনপ্রিয় ‘কে আপন কে পর’ ধারাবাহিকের পল্লবী শর্মার নতুন ধারাবাহিক সেটি। পর্ণার চরিত্রে নতুন পথ চলা শুরু করে ফের পছন্দের পাত্রী হতে শুরু করেছেন তিনি। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্য নম্বর ৭.৬। চতুর্থ স্থানে আছে এই ধারাবাহিক।
ষষ্ঠ স্থানে রয়েছে ‘আলতা ফড়িং’। প্রাপ্য নম্বর ৭.৩। কিন্তু এই সবের মাঝে গল্পে টুইস্ট এনেও পূর্ব টপার স্থান এখনও ফিরে পায়নি ‘গাঁটছড়া’ কিংবা ‘মিঠাই’রা। তবে দর্শকের ভালবাসা পাচ্ছে বিপুল।