Amitabh-Siddhartha: অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিনে ফিরে যাওয়া কেবিসির জার্নিতে সিদ্ধার্থ বসুর

Amitabh-Siddhartha: তিনি যে এমন একটি শো-এর সঞ্চালক হতে পারেন, তা প্রথম মাথায় আসে গেম শো বিশেষজ্ঞ সিদ্ধার্থ বসুর।

Amitabh-Siddhartha: অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিনে ফিরে যাওয়া কেবিসির জার্নিতে সিদ্ধার্থ বসুর
টেলিভিশনের গেম শোয়ের সঞ্চালক হতে পারেন অমিতাভ বচ্চন, প্রথম ভেবেছিলেন সিদ্দার্থ বসু
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2022 | 10:02 AM

‘দেবীও আর স্বজনও’- বলে শুরু করেন অমিতাভ বচ্চন কৌন বনেগা ক্রোড়পতি ২০০০ সালে। এই বছর জ্ঞান-ভিত্তিক এই শো সিজন ১৪ চলছে। সিজন ৩ বাদে (শাহরুখ খান সিজন ৩ সঞ্চালনা করেন) অমিতাভ বচ্চন টানা এই শো করছেন। আজ ৮০-তে পা বলিউডের একসময়ের অ্যাংরি ইয়ংম্যানের। কৌন বনেগা ক্রোড়পতি তাঁর জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট। তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থার বিপুল ক্ষতির পর এই শো থেকে তিনি আবার ঘুরে দাঁড়ান। তিনি যে এমন একটি শো-এর সঞ্চালক হতে পারেন, তা প্রথম মাথায় আসে গেম শো বিশেষজ্ঞ সিদ্ধার্থ বসুর। ক্যুইজ অনুষ্ঠানের জনপ্রিয় সঞ্চালক সিদ্ধার্থ। কিন্তু হু ওয়ান্টস টু বি আ মিলিওনিয়র-এর হিন্দি সংস্করণের সময় নিজে পিছনে থেকে সামনে নিয়ে আসার কথা ভাবেন সিদ্ধার্থ।

দুই দশক ধরে চলতে থাকা এই জনপ্রিয় শোয়ের প্রথম প্রযোজক সিদ্ধার্থ বসু অমিতাভের ৮০তম জন্মদিন উপলক্ষে ফিরে গেলেন শুরুর দিনে। এই শোয়ের জন্য কথা বলতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল, তিনি তা স্মরণ করলেন বিগ বি-কে জন্মদিনের শুভেচ্ছাসহ। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে সিদ্ধার্থ অমিতাভের ব্যক্তিত্বের মূল দিকগুলো সামনে থেকে দেখার সুযোগ পেয়েছিলেন। তাঁর মতে, “কাজের প্রতি ক্ষুধাই তাঁকে টেলিভিশন মাধ্যমেও সমান জনপ্রিয় করেছে। নতুন কিছু আয়ত্ত করতে তিনি প্রস্তুতি আর পারফর্ম্যান্সের উপর ফোকাস করতেন। সঠিক সময় আনস্ক্রিপ্টড সংলাপ বলাও একটা বিশেষত্ব।”

এখানেই থামেননি ক্যুইজমাস্টার, তিনি আরও যোগ করেছেন, “বিগ বি-র করিশ্মা ছাড়াও, তাঁর কাজের নীতি আর সুশৃঙ্খল হাওয়া তাঁকে সকলের থেকে আলাদা করেছে”। কেবিসি এবং অমিতাভ বচ্চনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক সিদ্ধার্থের। তাঁর মতে, আজকে কিবিসি আর বচ্চন সমার্থক হয়ে গিয়েছে। কেন ভারতীয় টেলিভিশনে বলিউডের শাহেনশা জনপ্রিয় আর সম্মানিত হয়েছেন, তা নিয়েও কথা বলেছেন সিদ্ধার্থ। “একটা গেম শোর সঞ্চালক হিসেবে শুধু খেলা নয়, একজন সহানুভূতিশীল মানুষ রূপে নিজেকে মেলে ধরেছেন তিনি। প্রতিযোগীদের থেকে স্পটলাইট না সরিয়েও নিজের জীবনের গল্প, কর্মজীবনের ঘটনা, অভিজ্ঞতা সব ভাগ করে নেন তিনি” বললেন সিদ্ধার্থ। অমিতাভ এবং সিদ্ধার্থ বহুদিন ধরে কেবিসি-র সঙ্গে যুক্ত। ২০১৪ পর্যন্ত প্রযোজক, আর ২০২১ সাল অবধি সৃজনশীল পরমার্শদাতা হিসেবে যুক্ত ছিলেন সিদ্ধার্থ।